ফেসবুক ডায়েরি

ফেসবুক স্ট্যাটাস

এ ধমক মিনিস্টারের, রাজনীতিবিদের নয়

পীর হাবিবুর রহমান

৪ আগস্ট ২০১৯, রবিবার, ২:৫২ পূর্বাহ্ন

ডেঙ্গুতে দেশ আক্রান্ত হোক, মানুষ মরুক, বিদেশে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী উদ্বিগ্ন থাকুন, তাতে কি! মন্ত্রী বিদেশ গেছেন, চাপে ফিরেছেন, সাংবাদিক প্রশ্ন করবে কেনো? মন্ত্রীর সখ আহলাদ নেই? সখ ও পূরন করতে দেননি, আবার প্রশ্ন করে!!
কত্ত বড় সাহস! মন্ত্রীকে প্রশ্ন করে ধমক খেয়েছে সাংবাদিক। সচিব বাধা দিয়েছেন! সাংবাদিকতা করতে হলে প্রশ্ন করা যাবেনা, সত্যকে গুজব বলতে হবে, না হয় সব সহ্য করে উটপাখির মতোন বালিতে মুখ বুজে পরে থাকতে হবে।
এতো পেশাদারিত্বের দরকার কি? দেশ ও মানুষের কথা ভাবতে হবে কেনো? ভাববেন মন্ত্রী, তিনি যা খুশি তাই করবেন! মিনিস্টার বলে কথা। স্বাস্থ্য সেবা ঘরে  পৌঁছে দেবেন। তিনি মিনিস্টার, তিনিতো জনগনের দল আওয়ামী লীগ করে আসেননি। তিনিতো আর বঙ্গবন্ধুর আদর্শ বহন করেননা। তিনি মন্ত্রীর ক্ষমতা বহন করেন।
এই ধমক রাজনীতিবিদের নয়, মিনিষ্টারের। মিনিষ্টারকে প্রশ্ন করলে ধমক খেতে হবে,আর বেশি বললে কপালে মাইর ও থাকতে পারে। তিনি সংবাদ সম্মেলন বাতিল করবেন, সাংবাদিক ধমকাবেন, তার অনেক কাজ, অনেক। বলা যাবেনা, প্রশ্ন করা যাবেনা, লেখাও যাবেনা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status