প্রথম পাতা

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

কোর্ট রিপোর্টার

২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:৫৭ পূর্বাহ্ন

হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে  ফেসবুকে কটূক্তির অভিযোগে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে     মামলা করেছেন ভাষানটেকের বাসিন্দা গৌতম কুমার। সাইবার ট্রাইবুন্যাল এর বিচারক  মোহম্মদ আসসামছ জগলুল হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে ভাষানটেক থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, গত ১৯শে জুলাই ব্যারিস্টার সায়েদুল হক সুমন  ফেসবুকে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কটূক্তি করেন। তার ‘আপত্তিকর ও উস্কানিমূলক’ বক্তব্য হিন্দু সমাজের ভাবমূর্তি ক্ষুণ্নসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। যে কারণে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে মিথ্যা, অশ্লীল ও চরম আপত্তিকর মন্তব্য করেন ব্যারিস্টার সুমন। এর ফলে হিন্দু সমাজ তথা গোটা জাতির মধ্যে এ বিষয় নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এসব অভিযোগ করে মামলা হলেও ব্যারিস্টার সুমন আগে থেকেই বলে আসছেন তার নামে এ ফেসবুক আইডিটি ভুয়া। তিনি গত ২০ জুলাই তার  ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, আমার নাম ব্যবহার করে একটি ফেক পেজ হিন্দু সমপ্রদায়ের বিরুদ্ধে বিষোদগার করছে। আমি এ বিষয়টি পুলিশকে জানিয়েছি। আপনারা সচেতন থাকবেন। এটাই আমার একমাত্র পেজ, যার ফলোয়ার ২০ লাখের অধিক। ব্যারিস্টার সুমন বিষয়টি উল্লেখ করে থানায় জিডিও করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অভিযোগ করা প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার প্রথম ঘোষণা দেন ব্যারিস্টার সুমন। রোববার ঢাকার আদালতে তিনি মামলার আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status