ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

উদ্বোধনী জুটিতে ওয়ার্নার ফিঞ্চের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার

২৬ জুন ২০১৯, বুধবার, ৯:১৬ পূর্বাহ্ন

দুর্দান্ত গতিতে ছুটছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। চলতি বিশ্বকাপের সেরা দুই রান সংগ্রাহকও এই দু’জন। এর আগে চারটি উদ্বোধনী জুটি বিশ্বকাপে টানা ৪ ম্যাচ পঞ্চাশ ছাড়ানো স্কোর করেছিলেন। এবার তাদের টপকে গেলেন অস্ট্রেলিয়ার এই দুই ওপেনার।
গতকাল ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ব্যাট করতে নেমে ১২তম ওভারের পঞ্চম বলে দলীয় ফিফটিতে পৌঁছায় অস্ট্রেলিয়া। তাতে প্রথম জুটি হিসেবে বিশ্বমঞ্চে টানা ৫ ম্যাচে এই অনন্য কীর্তি গড়েন ওয়ার্নার ও ফিঞ্চ। এই জুটি শেষ পর্যন্ত ভাঙে ১২৩ রানে পৌঁছানোর পর। ভারতের কাছে ৩৬ রানে হারের ম্যাচে দুই ওপেনারের জুটি ছিল ৬১ রানের। এরপর পাকিস্তান, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে একশ রান ছাড়িয়ে যায় ফিঞ্চ-ওয়ার্নারের উদ্বোধনী জুটি। শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রানের জুটি ছিল তাদের। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও ৯৬ রান তুলে তাদের জুটি বিচ্ছিন্ন হয়। কেবল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই হয়নি তাদের পঞ্চাশ ছাড়ানো জুটি। বিশ্বকাপে টানা ৪ ম্যাচে পঞ্চাশ ছাড়ানো চারটি উদ্বোধনী জুটি হলো- গ্রায়েম ফ্লাওয়ার ও ক্রিস টাভারে (১৯৮৩), জিওফ মার্শ ও ডেভিড বুন (১৯৮৭-৯২), আমির সোহেল ও সাঈদ আনোয়ার (১৯৯৬), অ্যাডাম গিলক্রিস ও ম্যাথিউ হেইডেন (২০০৩-০৭)। বিশ্বকাপে দুই ওপেনারের সম্মিলিত রানের রেকর্ড ভাঙার পথে আছেন ফিঞ্চ ও ওয়ার্নার। এই টুর্নামেন্টে তাদের জুটি ৬০০ রান ছাড়িয়েছে। এখনও গ্রুপের দুই ম্যাচ বাকি, নকআউটের দৌড়েও ভালোভাবে এগিয়ে তারা। রেকর্ডটি আছে তিলকারত্নে দিলশান ও উপুল থারাঙ্গার দখলে, ২০১১ বিশ্বকাপে তারা ৮০০ রানের মাইফলক স্পর্শ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status