ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

বোথামের রেকর্ড ছুঁলেন আর্চার

স্পোর্টস ডেস্ক

২৬ জুন ২০১৯, বুধবার, ৯:১৬ পূর্বাহ্ন

বিশ্বকাপের এক আসরে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ডটি এতদিন পর্যন্ত দখলে রেখেছিলেন ইয়ান বোথাম। তবে গতকাল বোথামের রেকর্ডে ভাগ বসিয়েছেন জোফরা আর্চার। উভয়েরই এখন সমান ১৬ উইকেট। ৩০শে জুন ভারতের বিপক্ষে ম্যাচেই হয়তো উত্তরসূরিকে ছাড়িয়ে যাবেন ২৪ বছর বয়সী এই ডানহাতি পেসার।
গতকাল লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ওভারে ৫৬ রানে ১ উইকেট নিয়ে সাবেক পেস অলরাউন্ডার বোথামকে ছুঁয়ে ফেলেন আর্চার। ১৯৯২ বিশ্বকাপে ফাইনাল ম্যাচসহ  ১০  ম্যাচে ১৯.১২ গড়ে ১৬ উইকেট নেন বোথাম। আর্চার ৬ ম্যাচেই নিয়েছেন ১৬ উইকেট। ১৪ উইকেট নিয়ে তাদের পেছনে আছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। সাবেক এই পেস অলরাউন্ডার ২০০৭ বিশ্বকাপে ৮ ম্যাচে ২১.২৮ গড়ে নিয়েছিলেন ১৪ উইকেট। তৃতীয় স্থানে থাকা দু’জনই আবার অফস্পিনার! আগের দুই আসরের মতো ১৯৮৩ বিশ্বকাপেও দাপট দেখিয়েছিল পেসাররা। তবে তাদের ভিড়ে নিজের নামটি আলাদা করতে সক্ষম হন ভিক মার্কস। ৭ ম্যাচে ১৮.৯২ গড়ে ১৩ উইকেট দখল করেন তিনি। পরের আসরে (১৯৮৭) ভিকের ভূমিকায় দেখা যায় এডি হেমিংসকে। ভারত ও পাকিস্তানে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে ইংল্যান্ডের সফলতম বোলার ছিলেন হেমিংস। ৬ ম্যাচে ২১.০৭ গড়ে ১৩ উইকেট নেন তিনি। ওই আসরে রানার্সআপ হয়েছিল ইংল্যান্ড।

এক আসরে সর্বাধিক উইকেট
নাম    সাল    উইকেট
ইয়ান বোথাম    (১৯৯২)    ১৬
জোফরা আর্চার    (২০১৯*)    ১৬
অ্যান্ড্রু ফ্লিনটফ    (২০০৭)    ১৪
ভিক মার্কস    (১৯৮৩)    ১৩
এডি হেমিংস    (১৯৮৭)    ১৩
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status