বাংলারজমিন

সড়ক দুর্ঘটনায় নিহত ১১

বাংলারজমিন ডেস্ক

২৬ জুন ২০১৯, বুধবার, ৮:৪৪ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন জেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি জানান, গোলাপগঞ্জে বাসের ধাক্কায় সাহেল আহমদ (২৫) নামের এক টেম্পু চালকের মৃত্যু হয়েছে। নিহত সাহেল উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের আব্দুল মতিনের পুত্র বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, গাজীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের ২ যাত্রী নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। নিহত কিশোরগঞ্জের মো. নাইম টঙ্গী থেকে তার শ্বশুরবাড়ি শ্রীপুরের মাওনায় যাচ্ছিলেন। নিহত অপর কিশোর আলমের বাড়ি জেলার শ্রীপুর উপজেলার আবদার গ্রামে।  
ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবতী (২৬) নিহত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী শহরের সহদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি জানান, সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় ১ কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। গত সোমবার রাতে ঢাকা-নোয়াখালী মহাসড়কের বটতলা নামক স্থানে রাস্তার পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক সোলেমান (৫৫) পোরকরা গ্রামের বড় ভুঁইয়া বাড়ির ফাযিল ভুঁইয়ার ছেলে।
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহীর পুঠিয়ায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন। এতে আরো একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের ছোট সেনভাগ নামক এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী হলেন, সোহেল রানা (৩০)। নিহত অন্যজনের পরিচয় নিশ্চিত করতে খোঁজখবর নেয়া হচ্ছে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশ মাইল নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন এম্বুলেন্সের ড্রাইভার হজরত আলী। নিহতরা হলেন- শহরের লস্করপাড়া এলাকার আবুল বাশারের ছেলে কামরুল হাসান (৩৫) ও উত্তর কাটিয়া এলাকার এমদাদ আলীর ছেলে নান্নু (৩৪)।
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি জানান, সিলেটের বিশ্বনাথ উপজেলার পনাউল্লাহ বাজারে দু’টি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে জিহাদুল ইসলাম (২২) নামের এক ইউনিভার্সিটির ছাত্র নিহত হয়েছেন। তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের কুটি মিয়ার ছেলে ও লিডিং ইউনিভার্সিটির এলএলবি প্রথম বর্ষের ছাত্র। গতকাল মঙ্গলবার বিকেলে আড়াইটার দিকে ইউনিভার্সিটি থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে স্থানীয় পনাউল্লাহ বাজারের পার্শ্বে এ ঘটনা ঘটে।
হোমনা প্রতিনিধি জানান, কুমিল্লার হোমনায় মোটরসাইকেল দুর্ঘটনায়  মো. আতিকুর রহমান আতিক (১৪) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃৃত্যু হয়েছে। সোমবার  বিকেলে মিরশ্বীকারী  গ্রামের স্কুল সংলগ্ন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিক উপজেলার নিলখী ইউনিয়নের স্বর্ণকারপাড়া গ্রামের মো. মোস্তাক মিয়ার  ছেলে এবং ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status