বিনোদন

‘পাসওয়ার্ড’-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ, তদন্ত করবে সেন্সরবোর্ড

স্টাফ রিপোর্টার

১৯ জুন ২০১৯, বুধবার, ১১:২৯ পূর্বাহ্ন

এবার ঈদে সদ্য মুক্তি পাওয়া মালেক আফসারী পরিচালিত এবং শাকিব খান-বুবলী অভিনীত ‘পাসওয়ার্ড’ ছবির বিষয়ে সেন্সরবোর্ডে এক চলচ্চিত্রকর্মী অভিযোগপত্র দিয়েছেন। এর আগে ‘পাসওয়ার্ড’-এর ফাঁস হওয়া কিছু দৃশ্যের সঙ্গে কোরিয়ান ছবি ‘দ্য টার্গেট’-এর কিছু দৃশ্যের মিল খুঁজে পান চলচ্চিত্র সমলোচকরা। কিন্তু পরিচালক বরাবরই ছবিটি মৌলিক বলে দাবি করে আসছিলেন। আনন্দ কুটুম নামে এক চলচ্চিত্রকর্মী ছবির প্রযোজক ও পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সম্প্রতি সেন্সরবোর্ডে লিখিত আবেদন করেছেন। আনন্দ কুটুম জানান, মালেক আফসারীর মতো পরিচালকদের জানিয়ে দিতে চাই, দেশ এখনো অথর্ব হয়ে যায়নি। এখানে যা ইচ্ছা তাই বলে দেওয়া যাবে না। যা ইচ্ছা চুরি করে হজম করাও যাবে না। আমি মনে করি, সেন্সর বোর্ড বিষয়টি গুরুত্বসহকারে দেখবে। এ বিষয়ে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর জানান, অভিযোগপত্র পেয়েছি আমরা।

পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করব এবং তদন্ত করা হবে। বিষয়টি প্রমাণিত হলে সেন্সর বোর্ডের নীতিমালা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে, এবারের ঈদে ১৭৭টি হলে মুক্তি পায় শাকিব খান ও মোহাম্মদ ইকবাল প্রযোজিত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। দ্বিতীয় সপ্তাহে আরও এগিয়ে ২০৩টি হল দখল করে ছবিটি। ছবিটি ভালো ব্যবসা করাতে গত ১৭ই জুন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আনুষ্ঠানিকভাবে প্রযোজক বরাবর প্রশংসাপত্রও পাঠায়।‘পাসওয়ার্ড’ ছবির সহযোগী প্রযোজক ইকবালের সঙ্গে কথা হলে তিনি বলেন, সত্যিকার অর্থেই ছবিটি ভালো ব্যবসা করছে। এর ফলে আমরা পরিচালক সমিতি থেকে একটি ধন্যবাদপত্রও পেয়েছি। আশা করছি আগামী সপ্তাহে আরও ২০টি প্রেক্ষগৃহ যুক্ত হবে। আর নকলের অভিযোগপত্র নিয়ে ভাবছি না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status