শেষের পাতা

আঞ্জুমানের ভবন নির্মাণে সহায়তা দিতে ব্যাংকগুলোর প্রতি সালমান এফ রহমানের আহ্বান

স্টাফ রিপোর্টার

২৪ মে ২০১৯, শুক্রবার, ১০:২০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আঞ্জুমান মুফিদুল ইসলামের ১৮ তলা ভবন নির্মাণে সহায়তা দিতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গতকাল আইডিবি ভবনে আঞ্জুমানের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। এসময় সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের তরফে এবং সাবেক ছাত্র নেতা নুরুল ফজল বুলবুল এক্সিম ব্যাংকের তরফে আলাদাভাবে সাড়ে তিন কোটি টাকার অনুদান ঘোষণা করেন। আঞ্জুমানের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা সাড়ে তিন কোটি টাকা দান করবেন, তাদের নামে একটি করে ফ্লোরের নামকরণ করা হবে। কাকরাইলে ভবনটির নির্মাণ সম্পন্ন হওয়ার পথে।
সাবেক পররাষ্ট্র সচিব মুফলেহ আর ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আঞ্জুমানের পক্ষে যাকাত, কোরবানির পশুর চামড়া এবং দান সংগ্রহে অবদানের জন্য ক্রেস্ট ও প্রশংসাপত্র বিতরণ করা হয়। উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতবছর সরকারি বাজেট থেকে প্রথমবারের মতো বার্ষিক ৫৮ লাখ টাকার অতিরিক্ত ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন, সরকার থেকে প্রতিবছর ৫ কোটি টাকার বিশেষ বরাদ্দ পাবে আঞ্জুমান। আঞ্জুমান কর্মকর্তারা জানান, অর্থমন্ত্রণালয়ে এই বিষয়ে ফাইল খোলা হলেও তার প্রক্রিয়া থেমে আছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বিলম্ব সত্ত্বেও আগামী রোববারই তিনি উদ্যোগী হবেন, যাতে ওই বরাদ্দ নতুন বাজেটে ঠাঁই পায়। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলাদলিতে না জড়িয়ে শতবছর ধরে মানবসেবার যে উজ্জ্বল উদাহরণ আঞ্জুমান তৈরি করেছে, তার ধারাবাহিকতা বজায় থাকবে।
উল্লেখ্য, আঞ্জুমান মুফিদুল ইসলাম বছরে সারাদেশে প্রায় ৫ হাজার লাশ দাফনের পাশাপাশি এতিমখানা ও দুস্থদের জন্য স্কুল-কলেজ পরিচালনা করে আসছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status