ভারত

যেন টাকারই উৎসব!

মানবজমিন ডেস্ক

৭ এপ্রিল ২০১৯, রবিবার, ১:১৪ পূর্বাহ্ন

ভারতে লোকসভা নির্বাচন। যতই সেই দিনক্ষণ ঘনিয়ে আসছে ততই যেন রাজপথ টাকার (স্থানীয় মুদ্রা রুপি) উৎসবে পরিণত হচ্ছে। এখান ওখান থেকে উদ্ধার হচ্ছে টাকা। গাড়ির ভিতর টাকা। বস্তায় ভরা টাকা। যেন টাকারই উৎসব! এত টাকা আসছে কোথা থেকে! এ প্রশ্নের প্রথম ইঙ্গিত যায় রাজনীতিকদের দিকে। অরুণাচল প্রদেশে বিজেপি প্রার্থী ডাঙ্গি পারমির ছেলে ক্রিস্টোফার পারমির ছেলে  ও সাবেক এমএলএল রালোমগ বোরাং-এর গাড়ি থেকে সম্প্রতি উদ্ধার করা হয়েছে হয় এক কোটি ৮০ লাখ রুপি।  একটি গেস্ট হাউজে রাখা দুটি গাড়ি থেকে এ অর্থ উদ্ধার করা হয়েছে। এর পরেই অন্ধ্র প্রদেশে একটি বাসের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ৫ কোটি রুপিরও বেশি। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে রাজম মন্ডল এলাকার জেন্দালাদিব্বা গ্রামে একটি বাস থেকে উদ্ধার করা হয় ৫ কোটি ৭ লাখ ৮৫ হাজার ৯০০ রুপি। শ্রিকাকুলাম জেলা পুলিশ এই অর্থ জব্দ করেছে। সবশেষে খবর পাওয়া যায় রোববার দিল্লি-দেহরাদুন মহাসড়কে একটি গাড়ি থেকে জব্দ করা হয়েছে ৭ লাখ রুপি।

স্থানীয় কর্মকর্তারা মনসুরপুরের কাছে একটি ক্রসিংয়ে একটি গাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করে এই অর্থ। স্টেশন হাউস অফিসার সঞ্জীব কুমার এ তথ্য দিয়েছেন। ঘটনার সময় ওই গাড়িতে ছিলেন তিনজন ব্যক্তি। এত অর্থ বহন করার বিষয়ে তারা কোনো তথ্যপ্রমাণ দিতে পারে নি। কর্মকর্তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিলেন। বলা হয়েছে, পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে তাদের বিরুদ্ধে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status