ফেসবুক ডায়েরি

অসহায় মানুষ

শামীমুল হক

৩০ মার্চ ২০১৯, শনিবার, ১:১৪ পূর্বাহ্ন

চোখের সামনে বাঁচার আর্তনাদ। আকুল আকুতি। লাখ কোটি ভয়ার্ত চোখের দৃষ্টি সেদিকে। কিন্তু সবাই অসহায়। আগুন জ্বলছে। ভরসাতো ফায়ার সার্ভিসের কর্মীরা। তারাও ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধার কাজে। সাধ্যমতো চেষ্টা করেছেন। উপস্থিত জনতাও তাদের উজাড় করে দিতে চেয়েছেন। যদি কিছু একটা করা যায়। একজনকে বাঁচাতেও যদি নিজেকে কাজে লাগাতে পারি। তারপরও লাশের সারি। দুদিন ধরে ফেসবুকে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে এফআর টাওয়ারের ভেতরে আটকে পড়াদের বাঁচার আকুতির ভিডিও। সড়কে অবস্থানরত মানুষজনও একের পর এক ভিডিও আপলোড করেছেন। ভবন থেকে একজন দড়ি বেয়ে নিচে নামছিলেন। কিন্তু মাঝপথে এসে তিনি ছিটকে পড়েন রাস্তায়। হাজারো মানুষের সামনে এ ঘটনা। কারো কিছুই করার ছিল না। সবাই অসহায়। যে ছবিটি অসহায়ত্বের কথা বেশি করে মনে করিয়ে দেয়। যে ছবি মানুষকে কাঁদায়। প্রাণ বাঁচাতে গিয়ে যাকে প্রাণ দিতে হয়েছে। কেমন অসহায় হলে মানুষ এমনভাবে লাফ দিতে পারে?
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status