ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

রকমারি

একেই বলে ভাগ্য

মানবজমিন ডিজিটাল

(৭ মাস আগে) ৮ অক্টোবর ২০২৩, রবিবার, ১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

mzamin

একেই বলে ভাগ্য। নরওয়ের এক পরিবার  তাদের বাগানে একটি হারিয়ে যাওয়া কানের দুলের সন্ধান করছিলো।  কানের দুলের অনুসন্ধানে নেমে তারা খুঁজে পেলো সহস্রাব্দেরও বেশি পুরনো গুপ্তধন। মেটাল ডিটেক্টর দিয়ে বাগানে সোনার দুল খুঁজতে গিয়ে দুলের বদলে মিলে গেল আস্ত গুপ্তধন!

 ঘটনাটি নরওয়ে সংলগ্ন জোমফ্রুল্যান্ড দ্বীপের। বিবিসি সূত্রে খবর, আসভিক পরিবার একটি বাটি আকৃতির ফিতে এবং  ভাইকিং-যুগের সমাধির অংশ খুঁজে পেয়েছেন । এগুলির মূল্য কোটি কোটি টাকা। 

বিশেষজ্ঞদের অনুমান, প্রত্নবস্তুগুলি নবম শতাব্দীতে জোমফ্রুল্যান্ডের ছোট্ট দ্বীপে এক নারীর সমাধিতে ব্যবহৃত হয়েছিল। নরওয়ের দক্ষিণ উপকূলে দ্বীপে আসভিক পরিবারের বাগানের কেন্দ্রে একটি বড় গাছের নিচে গুপ্তধনের সন্ধান মেলে। 

ভেস্টফোল্ডের সাংস্কৃতিক ঐতিহ্য এবং টেলিমার্ক কাউন্টি কাউন্সিল একটি ফেসবুক পোস্টে লিখেছে, ''আমরা সেই পরিবারকে অভিনন্দন জানাই যারা জোমফ্রুল্যান্ডে প্রথম ভাইকিং-যুগের প্রত্নবস্তু খুঁজে পেয়েছেন। ''

লাইভ সায়েন্স জানিয়েছে যে, এটি কোনো অভিজাত ভাইকিং নারীর সমাধি  বলে মনে হচ্ছে। নতুন আবিষ্কারটি পরামর্শ দেয় যে, কেয়ার্নগুলি আসলে ভাইকিংদের দ্বারা তৈরি করা হয়েছিল। ওয়েস্টফোল্ড এবং টেলিমার্ক কাউন্টি কাউন্সিলের একজন প্রত্নতাত্ত্বিক ভিবেকে লিয়া লাইভ সায়েন্সকে বলেছেন, কবরে পাওয়া বৃহত্তর প্রত্নবস্তুটি হলো একটি ডিম্বাকৃতির ব্রোচ যা একজন নারী হাল্টার পোশাক পরে থাকার সময় কাঁধের স্ট্র্যাপে লাগাতেন।

বিজ্ঞাপন
এই ধরনের ব্রোচগুলি সাধারণত ভাইকিং নারীদের কবরগুলিতে পাওয়া যেত এবং তাদের শৈলীটি নবম শতাব্দীর বৈশিষ্ট্য ছিল। 

এদিকে দুল খুঁজতে গিয়ে কপাল খুলে গেছে বাড়ির মালিকের। কারণ একটা দুলের বদলে মিলে গেল আস্ত গুপ্তধন!  

সূত্র :  এনডিটিভি

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status