ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

৫ রানে জিতলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, মিরপুর (ঢাকা) থেকে

(১ সপ্তাহ আগে) ১০ মে ২০২৪, শুক্রবার, ৫:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৪ অপরাহ্ন

mzamin

শেষ ওভারে জয়ের জন্য দরকার ১৪ রান। প্রথম বলে ১ রান হওয়ার পরের বল ডট দিলেন বোলার সাকিব আল হাসান। এরপর তৃতীয় বলে লং অনের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান ব্লেসিং মুজারাবানি। পরের বল ওয়াইড হলেও স্টাম্পিং আউট হন তিনি। ১ উইকেট হাতে নিয়ে শেষ ৩ বলে সমীকরণ দারায় ৬ রানের। পরের বলে রিচার্ড এনগ্রাভাকে আউট করে বাংলাদেশকে ৫ রানের রোমাঞ্চকর জয় এনে দেন সাকিব।

ভারে জিম্বাবুয়ের প্রয়োজন ২৭ রান

জয়ের জন্য শেষ ৩ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ২৭ রান। ১৭তম ওভারে ক্যাম্পবেলকে ফেরালেও শেষ দুই বলে চার ও ছক্কা হজম করেন সাকিব আল হাসান।

৫৭ রানে ৪ উইকেট নেই জিম্বাবুয়ের

বাংলাদেশের ১৪৩ রান তাড়া করতে নেমে ৫৭ রানে ৪ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। তাসকিন আহমেদ দুটি ও সাকিব-রিশাদ নেন ১টি করে উইকেট। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংরহ ৫৮ রান। 

সাকিবের প্রথম শিকার, ফিরলেন মারুমানি 

এবার শিকার করলেন সাকিব আল হাসান। তার দুর্দান্ত ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন জিম্বাবুয়ের ওপেনার মারুমানি।

বিজ্ঞাপন
৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৩৩ রান। 

রাজার উইকেট উপড়ে ফেললেন তাসকিন 

৯ বলে ১৭ রান করে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। এবার তার উইকেট উপড়ে ফেললেন তাসকিন আহমেদ। ২৮ রানে ২ উইকেট হারালো জিম্বাবুয়ে। 

৪২ রানে নেই ১০ উইকেট, ১৪৩ রানে শেষ বাংলাদেশ 

৪২ রানে শেষ ১০ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। শেষ ৭ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। 

আচমকা পথ হারালো বাংলাদেশ 

সৌম্য সরকার ও তামিমের ব্যাটে ১০১ রানের দুর্দান্ত ওপেনিং জুটি পায় বাংলাদেশ। তবে এরপরই আচমকা পথ হারালো টাইগাররা। ২১ রানের মধ্যে ফিরে গেলেন ৪ ব্যাটার। 

সৌম্যের পর দ্রুত ফিরলেন হৃদয় 

১০১ রানের ওপেনিং জুটির পর ২০ রানে ৩ উইকেট হারালো বাংলাদেশ। দুই ওপেনারের পর ফিরলেন তাওহীদ হৃদয়ও। 

ফিরলেন তামিম, নামলেন হৃদয় 

কয়েক বল আগেই নতুন জীবন পেয়েছিলেন তামিম। তবে সেটা কাজে লাগাতে পারলেন না তিনি। কয়েক বলের ব্যবধানে ফিরতে হলো তাকে। ফেরার আগে ৩৭ বলে ৫২ রান করেন এই বাঁহাতি ব্যাটার। 

সৌম্য-তামিমের জুটিতে সেঞ্চুরি 

প্রথম ৩ ম্যাচে ওপেনিং জুটি বড় হয়নি। চতুর্থ ম্যাচে সৌম্য সরকার ও তানজীদ হাসান তামিম মিলে গড়লেন ১০০ রানের জুটি।

ফিফটি তামিমের, বড় লক্ষ্যে এগোচ্ছে বাংলাদেশ 

চলতি সিরিজের প্রথম ম্যাচে অভিষেকে ফিফটি করেন তামিম। দুই ম্যাচ  বাদে তার ব্যাট থেকে এলো আরও একটি ফিফটি। তাকে সঙ্গ দিচ্ছেন সৌম্য। 

পাওয়ার প্লেতে বাংলাদেশ ৫৭/০ 

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ৬ ওভারের পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৭ রান করেছে বাংলাদেশ। সৌম্য ৯ বলে ৬ আর তামিম ব্যাটিং করছেন ২৭ বলে ৪০ রানে। 

তামিমের দারুণ শুরু 

শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও দ্রুত সেটা কাটিয়ে আগ্রাসী ব্যাটিংস শুরু করেছেন তানজীদ হাসান তামিম। ইতিমধ্যে তার ব্যাট থেকে এসেছে ৪টি চার। ১৭ বলে ২৬ রানে ব্যাটিং করছেন তিনি। 

তামিমের ব্যাটে প্রথম বাউন্ডারি 

ইনিংসের অষ্টম বলে প্রথম বাউন্ডারির দেখা পেলো বাংলাদেশ। জিম্বাবুয়েন পেসার ব্লেসিং মুজারাবানিকে এগিয়ে গিয়ে মারতে যান তানজীদ হাসান তামিম, এজড হয়ে সেটা থার্ডম্যান দিয়ে বাউন্ডারি পেরিয়ে যায়। 

নিহত বৈমানিক অসিম জাওয়াদের স্মরণে এক মিনিট নীরবতা পালন 

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে গতকাল বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মারা যান বৈমানিক স্কোয়াড্রন লিডার অসিম জাওয়াদ। তার মৃত্যুতে শোক জানিয়ে আজ ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল।

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাকিব-ফিজ বাদ লিটন 

চট্টগ্রাম পর্বে টানা তিন ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। যেখানে টস হেরে জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাটিং করবে টাইগাররা। এই ম্যাচে স্বাগতিকদের একাদশে এসেছে তিন পরিবর্তন। ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান আর বাদ পড়েছেন লিটন কুমার দাস, মাহমুদউল্লার রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আইপিএল খেলে ফেরা মোস্তাফিজকে বিশ্রাম দিতে প্রথম ৩ ম্যাচে দলে রাখেনি টিম ম্যানেজমেন্ট। আর সাকিব আল হাসান ঐ সময়ে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লীগ। সৌম্য সরকার দলের সঙ্গে থাকলেও ম্যাচ খেলার জন্য ফিট না হওয়ায় একাদশের বাইরেই ছিলেন। তিনজনই একসঙ্গে ফিরলেন আজ।

প্রায় এক বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামছেন সাকিব আল হাসান। ২০২৩ সালের ১৬ই জুলাই আফগানিস্তানের বিপক্ষে শেষবার এই সংস্করণে মাঠে নামেন এই অলরাউন্ডার। 

দীর্ঘদিন ধরেই রান খরায় ভুগছেন লিটন। চলতি সিরিজের প্রথম ৩ ম্যাচেও ছিলেন নিজের ছায়া হয়ে। প্রথম ১, দ্বিতীয় ম্যাচের ২৩ আর তৃতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২ রান। এর মধ্যে তৃতীয় ম্যাচে টানা তিন স্কুপ উইকেট উইকেট ছুড়ে দেওয়ার চূড়ান্ত সমালোচনার মুখে পড়েন লিটন। আর এবার একাদশ থেকেই বাদ পড়লেন এই ডানহাতি ব্যাটার। 

বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজীদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, তানভীর ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানজীম হাসান সাকিব। 

জিম্বাবুয়ে একাদশ-
তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্ডে,  জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জংওয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা,  রিচার্ড নাগারভা ও ব্লেসিং মুজারাবানি।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। যেখানে ১৬ জয় নিয়ে বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। বাকি ৭ জয় জিম্বাবুয়ের। চলতি সিরিজের প্রথম ২ ম্যাচে একপেশে লড়াইয়ে হারলেও তৃতীয় ম্যাচে কিছুটা লড়াই করেছে জিম্বাবুয়ে। তবে সেটাও তাদের হার এড়ানোর জন্য যথেষ্ট হয়নি।

নকিংয়ের পর স্লিপ ক্যাচিংয়ের অনুশীলনও করলেন সৌম্য সরকার। লিটন-জাকের দুজনই উইকেটকিপিং অনুশীলন করছেন। বোলিং অনুশীলন করছেন মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকাররা। দুজনেরই আজ একাদশে ফেরার বড় সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের মানবজমিন লাইভে স্বাগত। আপনাদের সঙ্গে থাকছি আমি সৌরভ কুমার দাস। 
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status