ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

মার্কিন হুঁশিয়ারি সত্ত্বেও রাফায় পূর্ণমাত্রার হামলার অঙ্গীকার নেতানিয়াহুর

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১০ মে ২০২৪, শুক্রবার, ৯:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারির পরেও একাই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইল যদি রাফায় পূর্ণমাত্রার হামলা চালানোর ঘোষণা দেয় তাহলে সেখানে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু মার্কিন এ হুমকির পরেও রাফায় অভিযান চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরাইল একাই দাঁড়াবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

খবরে বলা হয়েছে, মার্কিন ওই হুঁশিয়ারির পরও গাজার জনবহুল অঞ্চল রাফায় অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন নেতানিয়াহু। জো বাইডেনের হুঁশিয়ারির জবাবে এ কথা বলেছেন তিনি। ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছেন, যদি প্রয়োজন হয় আমরা একাই দাঁড়াবো। আমি বলেছি যে প্রয়োজনে আমরা নখ দিয়ে লড়াই করব। এর আগে সিএনএনের এক সাক্ষাৎকারে বাইডেন বলেছিলেন, যদি ইসরাইলি প্রধানমন্ত্রী রাফায় পূর্ণমাত্রার হামলার অনুমতি দেন তাহলে আমরা তাদের কিছু অস্ত্র এবং আর্টিলারি শেল সরবরাহ বন্ধ রাখব। এছাড়া এরইমধ্যে ইসরাইলে একটি বোমার চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন
রাফায় হামলা চালালে সেখানে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ মানুষ মৃত্যুর মুখে পতিত হবে বলে ইসরাইলকে সতর্ক করেছে মার্কিন প্রশাসন। তবে মার্কিন প্রশাসনের এসব সতর্কবার্তা মানছেন না নেতানিয়াহু। তিনি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এসব সতর্কতা প্রত্যাখ্যান করেছেন। ১৯৪৮ সালের যুদ্ধের কথা স্মরণ করিয়ে নিজেদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি প্রত্যাখান করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, ৭৬ বছর আগের কথা স্মরণ করুন। একটি বিশাল মেজোরিটি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তখন আমরা মাইনোর ছিলাম। আমাদের কোনো অস্ত্র ছিলনা। কিন্তু আমাদের একতা, বীরত্ব ও স্পিরিটের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি। এবারের লড়াইয়েরও আমরাই জিতব।

 

পাঠকের মতামত

এরা হচ্ছে খালত ভাই, মাঝে মধ্যে একটু দুষ্টমি করে।

Md Chowdhury
১০ মে ২০২৪, শুক্রবার, ১১:০১ অপরাহ্ন

আন্তর্জাতিক কারাগারে গণ হত্যার জন্য নেতিনিয়াহু কে যাবজ্জীবন বন্দি করলে ইসরায়েলের জনগণ ও সস্তি পেত।

Kazi
১০ মে ২০২৪, শুক্রবার, ১১:১৪ পূর্বাহ্ন

বেপরোয়া খুনি নেতানিয়াহকে থামানোর বিশ্বে কেউ নেই?

আজাদ আবদুল্যাহ শহিদ
১০ মে ২০২৪, শুক্রবার, ১০:১২ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status