ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ক্যান্সারে আক্রান্ত রাবি শিক্ষার্থী হৃদয় বাঁচতে চান

রাবি প্রতিনিধি
১০ মে ২০২৪, শুক্রবার

খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী শাহ আলম ইসলাম হৃদয়। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা। এত টাকা যোগান দেয়া তার ভ্যানচালক বাবার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। হৃদয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। প্রায়ই পেটব্যথায় ভুগতেন তিনি। গত রমজানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই ২৩শে মার্চ ধরা পড়ে খাদ্যনালীর টিউমার। ডাক্তাররা ক্যান্সার আশঙ্কা করেন। ১লা এপ্রিল তার খাদ্যনালীর টিউমারের অপারেশন করানো হয়। এ ময় ডাক্তাররা তার ক্যান্সারের ব্যাপারে নিশ্চিত হন তার পরিবার সাধ্যমতো চিকিৎসা চালানোর খরচ নির্বাহ করতে ব্যর্থ হলে তার বন্ধুরা এগিয়ে আসেন।

বিজ্ঞাপন
‘বাঁচতে চান হৃদয়’- নামক ফান্ডে তারা প্রায় ১ লাখ টাকার মতো সাহায্য তোলে। কিন্তু ব্যয়বহুল ক্যান্সারের চিকিৎসার জন্য এটা পর্যাপ্ত নয়। প্রয়োজন আরও প্রায় ৭ লাখ টাকা।
এ ব্যাপারে হৃদয়ের বন্ধু, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আল আমিন হাসান নীরব বলেন, হৃদয়ের এই অবস্থার জন্য আমরা সবাই মর্মাহত। ওর ক্যান্সারের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যা ওর নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা সম্ভব না। তাই আমরা ওর চিকিৎসার জন্য নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাচ্ছি। আমাদের একটাই লক্ষ্য- আমাদের বন্ধু সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক। সকলে তার জন্য দোয়া করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন। শাহ আলমের বোন নিলুফা ইসলাম জানান, শাহ আলমের চিকিৎসার জন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন। যা বহন করা আমাদের পক্ষে সম্ভব না বলেই আমরা আপনাদের সাহায্য চেয়েছি। আমি সকলের কাছে হৃদয়ের জন্য দোয়া ও সাহায্য কামনা করেছি।
রাবি’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলাম বলেন, হৃদয়ের মতো মেধাবী শিক্ষার্থীর ক্যান্সারে আক্রান্ত হওয়া আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। ইতিমধ্যে বিভাগের শিক্ষকরা মিলে উপাচার্য মহোদয়ের সঙ্গে দেখা করেছি এবং তিনি আর্থিক সহায়তা করেছেন। তিনি আরও জানান, বিভাগীয় ফান্ড থেকে সহায়তা করা যায় কিনা সে ব্যাপারে আলোচনা চলছে। এমনকি আমরা হৃদয়ের জন্য আমাদের বন্ধু-বান্ধব অর্থাৎ ব্যক্তিগত লিঙ্কগুলোও ব্যবহার করছি। সবার নিজ নিজ অবস্থান থেকে শাহ আলমকে বাঁচানোর জন্য সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status