ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

পাকুন্দিয়া উপজেলার নতুন চেয়ারম্যান জুটন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১০ মে ২০২৪, শুক্রবার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন এমদাদুল হক জুটন। গত বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ। বেসরকারি ফলাফলে এমদাদুল হক জুটন (আনারস) ভোট পেয়েছেন ২৮ হাজার ৭৩৮ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু (মোটরসাইকেল) পেয়েছেন ২৭ হাজার ৭৯১ ভোট। 
অপরদিকে ভাইস-চেয়ারম্যান পদে একেএম ফজলুল হক বাচ্চু (তালা) ২৬ হাজার ২১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমান সোহাগ (উড়োজাহাজ) পেয়েছেন ২৩ হাজার ১৮৭ ভোট। সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোছা. শামছুন্নাহার আপেল (কলস) তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৮ হাজার ৯৬২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা. ললিতা বেগম (ফুটবল) পেয়েছেন ১৭ হাজার ১৮৩ ভোট। এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 
পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এ উপজেলায় কাস্টিং ভোটের গড় হার ৩১.৩৩ শতাংশ। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

বিজ্ঞাপন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status