ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

শেষের পাতা

করদাতাদের ওপরই এনবিআর বেশি চাপ দিচ্ছে

স্টাফ রিপোর্টার
১০ মে ২০২৪, শুক্রবার
mzamin

যারা কর দিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড তাদের ওপর আরও বেশি কর চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল ইউএস ট্রেড শো’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। দেশের টিআইএন-ধারী সব নাগরিককে করের আওতায় নিয়ে আসতে এনবিআর’র প্রতি আহ্বান জানিয়েছেন সালমান এফ রহমান। তিনি বলেন, যাদের টিআইএন আছে তাদের সবাইকে করের আওতায় আনা উচিত।

করের হার কমিয়ে করের জাল বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, বিশ্বের যেসব দেশ করহার কমিয়েছে এবং করের আওতা বাড়িয়েছে, সেগুলোর রাজস্ব বেড়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উপজেলা এমনকি গ্রামাঞ্চলেও অনেকে ভালোভাবে ব্যবসা-বাণিজ্য করছেন। তাদেরকেও করের আওতায় আনতে হবে।

বিশ্বের যেসব দেশ থেকে বেশি পরিমাণে আমদানি করা হয় সেসব দেশের মুদ্রায় যদি ট্রেড করা হয় তাহলে ডলারের ওপর চাপ কমে যাবে বলেও মনে করেন তিনি। ডলারের দাম বাড়ায় দেশে রপ্তানির ওপর প্রচুর প্রভাব পড়বে। এতে রেমিট্যান্স আয় ও রপ্তানিমুখী শিল্প উপকৃত হবে বলেও মনে করেন তিনি।  

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা খুবই প্রয়োজন ছিল। মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে আছে যা আমাদের কমানো দরকার।

বিজ্ঞাপন
একই সঙ্গে ডলারের দাম বাড়ায় দেশের অর্থনীতির ওপর কোনো চাপ পড়বে না। তার কারণ কৃষিখাতে দেশ অনেক ভালো করছে। খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status