ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

রংপুরে শ্যামাসুন্দরী খালকে ঘিরে ব্যাপক পরিকল্পনা

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১০ মে ২০২৪, শুক্রবার

রংপুর সিটি করপোরেশনের মশা নিধন, ময়লা আবর্জনা পরিষ্কারকরণসহ শোভাবর্ধণের লক্ষ্যে শ্যামাসুন্দরী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম হাতে নিয়েছে (বিডি ক্লিন স্বেচ্ছাসেবী যুব সংগঠন)। গতকাল সিটি করপোরেশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনার চিত্র তুলে ধরা হয়।  

এ সময় রসিক মেয়র মোস্তফিজার রহমান মোস্তফা বলেন, ২০২২ সালের সিটি করপোরেশনের নির্বাচনে আমার নির্বাচনী ইশতেহারে গ্রীন সিটি এবং ক্লিন সিটি ছিল অন্যতম এজেন্ডা। সেটি বাস্তবায়ন করার লক্ষ্যেই পরিষদের সকলকে নিয়ে কোভিড রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় শ্যামাসুন্দরী খাল পরিচ্ছন্ন ও খনন কার্যক্রমের মাধ্যমে উন্নয়ন করা হবে। রংপুর সিটিকে ক্লিন সিটিতে পরিণত করতে শ্যামাসুন্দরী খাল হয়ে আছে এখন গলার কাঁটা। স্থানীয়দের প্রতিদিনের ঘরের ময়লা-আবর্জনাসহ রাস্তায় যাতায়াত করা মানুষদের ফেলানো প্লাস্টিকে প্রায় ভরাট হয়ে যাচ্ছে এ খাল। ময়লা-আবর্জনার কারণে দুর্গন্ধসহ মশার উপদ্রব বেড়েছে। ফলে এ সমস্যা সমাধানের লক্ষ্যে শ্যামাসুন্দরী খাল খনন জরুরি হয়ে পড়েছে। পরিচ্ছন্ন করার পর যার বাড়ির সামনে খালে আবর্জনা পাওয়া যাবে তার জরিমানাসহ কঠোর শাস্তির পদক্ষেপ নেবে সিটি করপোরেশন। 

মেয়র বলেন, জেলা প্রশাসন বিভাগীয় কমিশনারের অনুমতি ছাড়া এ কাজ করতে পারবে না। আর বিভাগীয় কমিশনারের চেয়ার হলো ম্যাজিক্যাল চেয়ার।

বিজ্ঞাপন
সেখানে কারওরই বেশিদিন স্থায়ীত্ব হয় না। যে কমিশনার আসেন, তার এ খাল সম্পর্কে বিশ্লেষণ ও কার্যক্রম শুরু করতে করতেই আবার বদলি হয়ে যান। তবে আমরা বিশ্বাস করি এবার যিনি বিভাগীয় কমিশনার হয়ে আসছেন তিনি শ্যামাসুন্দরী খাল সংস্কার ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের এক হাজার স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আগামীকাল (শনিবার) আানুষ্ঠানিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এতে উপস্থিত ছিলেন- রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সমন্বয়ক জহুরুল ইসলাম রবিসহ অন্যরা।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status