ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

‘হেরে সমালোচনায় পড়তে চাই না’

স্পোর্টস রিপোর্
১০ মে ২০২৪, শুক্রবার
mzamin

জিম্বাবুয়ের  বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়কে বেশ হালকাভাবেই দেখা হচ্ছে। বাংলাদেশের ক্রিকেটভক্ত থেকে শুরু করে ক্রিকেটবোদ্ধা- প্রায় সবারই মতামত এই সিরিজ জয় বিশ্বকাপে প্রভাব ফেলবে না। এমনকি দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে এমন জয়কে অনেকেই বড় কৃতিত্ব দিতে চাচ্ছে না। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বেশ সরব ক্রিকেটপ্রেমীরা। টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন আরও দুই ম্যাচ বাকি। সে দু’টিতে জিতলে হোয়াইটওয়াশ করেই সিরিজ শেষ করবে নাজমুল হোসেন শান্তর দল। তবে প্রশ্ন হচ্ছেÑ টানা ৫ ম্যাচ জিতলেও কি এ সিরিজ নিয়ে ওঠা বিতর্কের সমাধান হবে! চট্টগ্রাম থেকে মঙ্গলবার ঢাকায় ফিরেছে দুই দল। আজ ঢাকায় সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। গতকাল মিরপুর শেরেবাংলা মাঠে অনুশীলন করেছে শান্তরা।

বিজ্ঞাপন
তার একফাঁকে সফরকারীদের বিপক্ষে সিরিজ জয় নিয়ে ওঠা প্রশ্নের উত্তর দিয়েছেন তাসকিন আহমেদ। তার মতে হারলে তাদের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠতো। জাতীয় দলের অন্যতম সেরা এই পেসার বলেন,  ‘আসলে যতই কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে, আবার যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে। জিতলে কৃতিত্বটা কম পাই আমরা ছোট দলের সঙ্গে খেললে। কিন্তু হারলে কিন্তু সবাই বলবে জিম্বাবুয়ের সঙ্গে হেরে গেছে।’ 

অন্যদিকে দেশের জন্য নিজেদের সেরাটা দিয়ে খেলেও অনেক সমালোচনার মুখে পড়তে হয় ক্রিকেটাদের। এ নিয়ে তাসকিনের কণ্ঠে ঝরেছে আক্ষেপ। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমাদের অনেক কথাই শুনতে হয়। কিন্তু যখন খেলতে নামি, যে প্রতিপক্ষই হোক সেরাটা দিয়ে চেষ্টা করি। হ্যাঁ, কখনো ভালো বা কখনো খারাপ হয়। কিন্তু এই উন্নতির ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করি। সবার মধ্যে এটাই লক্ষ্যÑ বিশ্বকাপে কীভাবে ভালো করা যায়, এই লক্ষ্য নিয়েই এগোচ্ছি, অনুশীলন করছি।’ বাংলাদেশের ইতিহাসে এটি তৃতীয় ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগের দু’টি ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। নিজেদের মাটিতে ২০২১-এ অজিদের বিপক্ষে ৪-১ ও কিউইদের বিপক্ষে ৩-২ এ সিরিজ জিতেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত সুযোগ রয়েছে টানা সবগুলো ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে নতুন রেকর্ড গড়ার। তবে সবকিছু ছাপিয়ে চলতি সিরিজে বাংলাদেশ দলের লক্ষ্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ নিয়ে তাসকিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য তো বিশ্বকাপকেন্দ্রিক। এখন দেখেন, আমরা যারা খেলোয়াড় আছি, আমাদের কাজ কিন্তু যেখানেই খেলতে নামি সর্বোচ্চ দিয়ে ভালো খেলার  চেষ্টা করা। অনেককিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। কন্ডিশন, প্রতিপক্ষ, কার সঙ্গে খেলছি, কখন খেলছি।’ কিন্তু বিশ্বকাপের প্রস্তুতিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা নিয়ে নানা কথা হচ্ছে। এমনকি দলের অন্যতম সদস্য ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান নিজেই বলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি আদর্শ নয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য জানিয়েছেন এই সিরিজ বিশ্বকাপের প্রস্তুতির অংশ নয়। এরপরও ক্রিকেটাররা নিজেদের সেরাটাই দিয়ে খেলছেন। কারণ কারও কারও পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে বিশ্বকাপ দলে থাকা না থাকা। তাসকিন বলেন, ‘আমরা যারা খেলোয়াড়, যখনই যেখানে খেলতে নামি সেরাটা দিয়ে এমনকি বিপিএল-এও যখন খেলতে নামি ভালো খেলারই চেষ্টা করি। মেইন লক্ষ্য তো বিশ্বকাপকেন্দ্রিক। দল হিসেবে এবং যে যার জায়গা থেকে যদি ৫-১০ শতাংশ উন্নতি করে বিশ্বকাপে ঢুকতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি। এবং আমাদের শুরুটা অনেক গুরুত্বপূর্ণ হবে (বিশ্বকাপে)।’ বিশ্বকাপ সামনে রেখে জিম্বাবুয়ে সিরিজেই পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বাংলাদেশ দলের সামনে। সেটি কাজে লাগাতে চান তাসকিন আহমেদও। এই দুই ম্যাচে নিজেদের নতুন করে ঝালিয়ে নেয়ার কথা বলছেন এই পেসার। তিনি বলেন, ‘আমাদের প্রতিটি খেলোয়াড়েরই ব্যক্তিগত আলাদা আলাদা ভূমিকা আছে। সে তার ভূমিকা অনুযায়ী খেলার চেষ্টা করে। কখনো ভালো এক্সিকিউট হয়, কখনো কম। আমি নিশ্চিত যে সবাই এটাই চেষ্টা করবে। এবং যার যে নতুন স্কিল আছে সেগুলো এক্সপেরিমেন্ট করার ভালো একটা সুযোগ এই দু’টি ম্যাচ। আমি নিশ্চিত আমরা সবাই সেটা চেষ্টাও করবো।’

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status