ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মাধবপুরে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন ৩ জন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

(১ সপ্তাহ আগে) ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৯:১৯ অপরাহ্ন

হবিগঞ্জের মাধবপুরে আগামী ৫ই জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে শেষ দিন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা একেএম ফয়সাল মোট ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চত করেন। এর মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এফ. এ. এম শাহজাহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির  হোসেন চৌধুরী অসীম ও আওয়ামী লীগ নেতা সৈয়দ শাহ হাবিব উল্লাহ। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এরশাদ আলী, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল আজিজ, সৈয়দ সামছুল আরেফীন,  ধীরা নায়েক, মো. আসাদুজ্জামান ও মো. সোলাইমান। মহিলা ভাইস  চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আসমা আক্তার, ফাতেমা তুজ জোহরা, মোছা. জাহানারা বেগম শেলী ও সেলিনা আক্তার। আগামী ১২ই মে বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯শে  মে, প্রতীক বরাদ্দ ২০শে মে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল লায়েশ দুলাল জানান, ১১টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা  নিয়ে গঠিত মাধবপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭২ হাজার ৭৬৫ জন। এর মধ্যে পুরুষ  ভোটার ১ লাখ ৩৯ হাজার ৫৩৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৩ হাজার ২২৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ জন। মোট ৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status