ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

ভারতের কাছে ৫-০তেই হারলো টাইগ্রেসরা

রেকর্ড গড়া জুটি রিতু ও শরিফার

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৪, শুক্রবার
mzamin

সিরিজ জুড়ে চলা ব্যাটিং ব্যর্থতা বজায় থাকলো শেষ ম্যাচেও। ফলাফল আরও একটি হার। শেষদিকে রিতু মনি ও শরিফা খাতুন ব্যাট হাতে রেকর্ড জুটি গড়লেও জয়ের জন্য সেটা যথেষ্ট ছিল না। ভারতের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের সবক’টি হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী দল। এর আগে এই ব্যাটিং ব্যর্থতাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় নিগার সুলতানা জ্যোতির দল। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচের ভারতের বিপক্ষে ২১ রানে হারে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাটিং করে ১৫৬ রান করে ভারত। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রানে শেষ হয় স্বাগতিকদের ইনিংস। দুই দল মিলে গতকাল ২৯১ রান করেছে। যেটা ভারত ও বাংলাদেশ নারী দলের মধ্য কোনো টি-টোয়েন্টিতে দুই দল মিলে করা সর্বোচ্চ রানের রেকর্ড।

বিজ্ঞাপন
৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজ সেরা হন ভারতীয় স্পিনার রাধা যাদব। গতকাল ৩ উইকেট নেওয়া এই বোলারের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কারও। রান তাড়ায় দ্বিতীয় ওভারে ১৪ রান তোলেন দুই ওপেনার। তবে তৃতীয় ওভারে সোবহানা মোস্তারি ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৫২ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে টাইগ্রেসরা। এর মধ্যে ফেরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। এরপর রিতু মনি ও শরিফা খাতুন মিলে লড়াই শুরু করেন। দুজনের ব্যাটিংয়ে ৪১ বলে স্বাগতিকদের স্কোরবোর্ডে জমা হয় ৫৭ রান। টি-টোয়েন্টিতে ষষ্ঠ উইকেটে এটি বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ রানের জুটি। এর আগে এই রেকর্ড ছিল সানজিদা ইসলাম ও নিগার সুলতানা জ্যোতির ৩২ রান। আর চলতি সিরিজে যে কোনো উইকেটে এটাই স্বাগতিকদের সর্বোচ্চ রানের জুটি। দলীয় ১০৯ রানে রিতুমনি ফিরলে জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে যায় বাংলাদেশের। ফেরার আগে ৩৩ বলে ৪ চারে ৩৭ রান করেন তিনি। আর ২১ বলে ৩ চারে ২৮ রান করেন শরিফা। 
এছাড়া ১১ বলে ১৪ রান করেন রাবেয়া খাতুন। ভারতের হয়ে ২৪ রান খরচায় ৩ উইকেট নেন রাধা যাদব। এর আগে ফিল্ডিংয়ে নেমে পঞ্চম ওভারের প্রথম বলে ১০০তম ম্যাচ খেলা শেফালি বর্মাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে স্পিনার সুলতানা খাতুন। তবে অন্যপ্রান্তে আগ্রাসী খেলতে থাকেন আরেক ওপেনার স্মৃতি মান্ধানা। ৬ ওভারের পাওয়ারপ্লেতে ভারতের স্কোরবোর্ডে জমা হয় ৫১ রান, এর মধ্যে শেষ ২ ওভারেই আসে ২৬ রান। পাওয়ারপ্লের পর আঁটসাঁট বোলিংয়ে রানের গতিটা কমিয়ে আনেন নাহিদা আক্তার ও রাবেয়া খান। ইনিংসের ৭ম ওভারে আক্রমণে এসে স্মৃতিকে ফেরান নাহিদা। এদিন একাধিক ক্যাচ মিসের সঙ্গে বাজে ফিল্ডিং করেন টাইগ্রেস ক্রিকেটাররা। এক হেমলতাই জীবন পান দুইবার। 
স্বাগতিক ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে রান বাড়িয়ে নেন হেমলতা ও ভারতীয় অধিনায়ক হরমনপ্রিত কৌর। হারমানপ্রীতকে আউট করে দুজনের ৬০ রানের জুটি ভাঙেন নাহিদা। এরপর জোড়া উইকেট নিয়ে ভারতকে আরও চাপ দেন নাহিদা। তবে শেষদিকে দীপ্তি শর্মাকে নিয়ে রিচা ঘোষের ২৫ বলে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত।

 

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status