ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

প্রথম ফ্লাইটে সৌদি আরব গেলেন ৪১০ হজযাত্রী

স্টাফ রিপোর্টার
১০ মে ২০২৪, শুক্রবার
mzamin

প্রথম হজ ফ্লাইটে বৃহস্পতিবার ৪১০ জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দা  পৌঁছেছেন। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন হজযাত্রীরা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্য একটি ফ্লাইটে ৪১৫ হজযাত্রী জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান পরে উড়োজাহাজে উঠে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে বুধবার রাত ১১টায় হজযাত্রীদের ইমিগ্রেশন শুরু হয়। শেষ হয় রাত তিনটায়। হজ অফিস সূত্র জানায়, প্রথম দিন সাতটি ফ্লাইটে হজযাত্রী যাওয়ার কথা। 

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন। তবে এখনো ৪০ হাজারের বেশি হজযাত্রী ভিসা পাননি।

বিজ্ঞাপন
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ই জুন পবিত্র হজ পালিত হতে পারে।

 

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status