ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

ম্যারাডোনার চুরি হওয়া ‘গোল্ডেন বল’ নিলামে

স্পোর্টস ডেস্ক
৯ মে ২০২৪, বৃহস্পতিবার
mzamin

১৯৮৬ সালের বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল  পেয়েছিলেন দিয়াগো ম্যারাডোনা। সেই পুরস্কারটি বিশ্বকাপের পরপরই চুরি হয়ে যায়। এবার সেই গোল্ডেন বল উঠছে নিলামে। আগামী ৬ই জুন এই গোল্ডেন বল নিলামে তোলা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ফ্রাঙ্কোস থিয়েরি। ২০১৬ সালে ফ্রান্সের একটি নিলাম প্রতিষ্ঠানের কাছ থেকে অনেকগুলো ট্রফির সঙ্গে গোল্ডেন বলটিও কিনে নেন এক ব্যক্তি। নাম প্রকাশে অনিচ্ছুক ক্রেতা জানান, তিনি জানতেন না তিনি আসলে কী কিনেছেন। পরে সব ট্রফির নাম ইন্টারনেটে সার্চ দেওয়ার পর জানা যায় এখানে থাকা একটি ট্রফি ১৯৮৬ বিশ্বকাপের গোল্ডেন বল। পরে সেই ট্রফি সম্পর্কে পুলিশ, ফিফা এবং ম্যারাডোনার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন সেই ব্যক্তি। ওই ব্যক্তির কাছ থেকে গোল্ডেন বলটি ফরাসি নিলাম প্রতিষ্ঠান অঁগাস্তেস অকশন হাউজ কিনে নেয়। ফ্রাঙ্কোস বলেন, ‘আমরা এর আগে ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় ম্যারাডোনা যে জার্সি পরেছেন সেটি ৯ মিলিয়ন ইউরোতে বিক্রি করতে পেরেছি, ওই ম্যাচের বলটি বিক্রি হয়েছে ২ মিলিয়ন ইউরোতে।

বিজ্ঞাপন
সুতরাং আমরা শুরুতে গোল্ডেন বলটির দর হাঁকাবো ১ মিলিয়ন। আশা করছি ভালো দামেই বিক্রি সম্ভব হবে।’

ফাঙ্কোস জানান, গোল্ডেন বলটির তথ্য নিশ্চিতে তারা পুলিশের ও নানান মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছেন। এই গোল্ডেন বলটিই যে ১৯৮৬ সালে বিশ্বকাপে দেওয়া হয়েছিলো ম্যারাডোনাকে, তা নিশ্চিত হয়েই নিলামে তোলা হচ্ছে ট্রফিটি। 

১৯৮৬ সালের বিশ্বকাপে সবচেয়ে জমজমাট লড়াই হয়েছিল ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার। যে ম্যাচের দুইটি গোলই ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ম্যাচের  ৫১ মিনিটে ম্যারাডোনার প্রথম গোলটি ‘হ্যান্ড অব গড’ বলে খ্যাত। ৫৫ মিনিটে  ম্যারাডোনা উপহার দেন শতাব্দীর সেরা গোল। বল পায়ে ড্রিবলিং করে ৫ ইংলিশ খেলোয়াড়কে পাশ কাটিয়ে গোল আদায় করেন আর্জেন্টাইন গ্রেট। ফিফার দর্শকদের ভোটে এটি ‘গোল অব দ্য সেঞ্চুরি’ খেতাব পায়। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচের পর অপ্রতিরোধ্য আর্জেন্টিনাকে আর কেউ ঠেকাতে পারেনি। ফাইনালে জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। ম্যান অব দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয় ম্যারাডোনাকে। তার হাতে ওঠে গোল্ডেন বল। 
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status