ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

বাংলারজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৮ মে ২০২৪, বুধবার, ৯:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫৫ অপরাহ্ন

mzamin

প্রথম ধাপে ১৩৯টি উপজেলা পরিষদ নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে। রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫০টি উপজেলার ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিজয়ী চেয়ারম্যানরা হলেন- ইন্দুরকানীতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিয়াউল আহসান গাজী,  বান্দরবান সদরে আবদুল কুদ্দুছ, আলীকদমে আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন,  সুনামগঞ্জের শাল্লায় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবণী মোহন দাস, দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, চুয়াডাঙ্গার জীবননগরে হাজী মো. হাফিজুর রহমান, দিনাজপুরের হাকিমপুরে কামাল হোসেন রাজ, কুড়িগ্রামের চিলমারীতে মো. রুকুজ্জামান শাহিন,  মানিকগঞ্জের হরিরামপুরে দেওয়ান সাইদুর রহমান, সিংগাইরে সায়েদুল ইসলাম, কক্সবাজার সদরে মুক্তিযোদ্ধা নুরুল আবছার, ফুলগাজীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন মজুমদার, বগুড়ার সোনাতলায় মিনহাজউদ্দিন লিটন, ডোমারে সরকার ফারহানা আকতার সুমি, বরিশাল সদরে আবদুল মালেক হাওলাদার, ঝিনাইদহ সদরে মিজানুর রহমান মাসুম, কালিগঞ্জে শিবলি নোমানী, দিনাজপুরের হাকিমপুরে কামাল হোসেন রাজ, মাগুরা সদরে রানা আমির ওসমান, শ্রীপুরে শরিয়ত উল্লাহ রাজন, হবিগঞ্জের বানিয়াচংয়ে ইকবাল হোসেন খান,  মেহেরপুর সদরে আনারুল ইসলাম, মুজিবনগরে আমান হোসেন মিলু, গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিমল বিশ্বাস, জয়পুরহাটের ক্ষেতলালে দুলাল মিয়া সরদার, গাজীপুরের কাপাসিয়ায় অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, যশোরের কেশবপুরে মো. মফিজুর রহমান, মনিরামপুরে আমজাদ হোসেন লাভলু, দিনাজপুরের বিরামপুরে পারভেজ কবির, সিলেট সদরে জয়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক সুজাত আলী রফিক, দক্ষিণ সুরমায় জয়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, গোলাপগঞ্জে জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী, লালমনিরহাটের পাটগ্রামে মো. রুহুল আমীন বাবুল, 

সীতাকুণ্ডে আরিফুল আলম চৌধুরী রাজু, শরীয়তপুরের ভেদরগঞ্জে ওয়াছেল কবির, নড়িয়ায় এ কে এম ইসমাইল হক, গাজীপুর সদরে সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, চাঁদপুরের মতলব দক্ষিণে অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব উত্তরে মোহাম্মদ মানিক, সাতক্ষীরার শ্যামনগরে সাঈদ উজ জামান সাঈদ,  ফরিদপুর সদরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, চরভদ্রাসনে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্লা, মধুখালীতে জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ মুরাদুজ্জামান, নারায়ণগঞ্জ বন্দরে জাপা নেতা মাকসুদ হোসেন, পিরোজপুর সদরে এসএম বায়জিদ হোসেন, ইন্দুরকানীতে জিয়াউল আহসান গাজী ও  নাজিরপুরে এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন, কুষ্টিয়া সদরে হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা, খোকসায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত, নাসিরনগরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুমা আক্তার।

 (আমাদের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে এই ফলাফল পাওয়া গেছে) 


 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status