ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

গজারিয়ায় ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা, পুলিশ ও ইউপি চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৯ মে ২০২৪, বৃহস্পতিবার

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন হোসেন্দি ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু ও তার লোকজন। এ সময় পুলিশ ও ইউপি চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- পুলিশ সদস্য সাদ্দাম হোসেন, মো. শামীমসহ আরও কয়েকজন আহত হয়েছেন। গতকাল দুপুরে হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 
এ ছাড়াও একটি কেন্দ্র অতিরিক্ত পুলিশ সুপার মো. বদিউজ্জামান আসলে তার গাড়িও ভাঙচুর করে মনিরুলের লোকজন। এই ঘটনায় পুলিশের সঙ্গে মনিরুল ও তার লোকজনের কয়েক দফা গোলাগুলি হয়। এতে পুলিশস বেশ কয়েকজন আহত হয়েছে।
অভিযুক্তি মনিরুল হক হোসেন্দি ইউপি চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আনারস প্রতীকের প্রার্থী আমিরুল ইসলামের সমর্থক। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ চলছিল। সে কেন্দ্রে মনিরুল হক মিঠু ও তার লোকজন প্রভাব বিস্তারের চেষ্টা করেন।

বিজ্ঞাপন
দুপুর আড়াইটার দিকে মনিরুল হক লোকজন নিয়ে ওই কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনিয়ে নেন। তারা আনারস প্রতীকে সিল মারে।এতে প্রায় ঘণ্টাখানেক ভোটগ্রহণ বন্ধ ছিল। বিকাল সাড়ে ৩টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। পুনরায় কেন্দ্রটি দখলের চেষ্টা করে তারা। সে সময় ওই কেন্দ্রের দিকে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. ইমরান হোসেন  বলেন, আড়াইটার দিকে কিছু লোক ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তবে আমরা সেগুলো উদ্ধার করেছি। এ ঘটনায় আধা ঘণ্টার মতো ভোট প্রদান বন্ধ ছিল। পরবর্তীতে আবার ভোট প্রদান শুরু হয়। সংঘর্ষ ও গোলাগুলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,  এটি কেন্দ্রের বাহিরে হয়েছে। এ বিষয়ে আমার জানা নেই। এ বিষয়ে জানতে মনিরুল হককে  মুঠোফোনে ফোন করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, কোনো হামলার সঙ্গে তিনি জড়িত ছিলেন না। তিনি অভিযোগ করে বলেন, গজারিয়া থানার ওসি রাজীব খানসহ কয়েকজন পুলিশ কাপ-পিরিচের চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমদ খান জিন্নার কাছ থেকে মোটা অংকের টাকা খেয়েছে। তারা আমাদের সমর্থক ও লোকজনকে আনারস প্রতীকে ভোট দিতে দিচ্ছিলেন না। এতে ভোটাররা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা করে। পুলিশ আমাদেরকে লক্ষ্য করে গুলি করেছে। আমাদের লোকজন আহত হয়েছে। 
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব খান  বলেন, দুপুরের ঘটনার পরে দ্বিতীয় দফায় ভোট শুরু হয়েছিল। ওই পথ ধরে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার বদিউজ্জামান স্যার গাড়ি নিয়ে যাচ্ছিলেন। সে সময় চেয়ারম্যান মনিরুলের লোকজন সঙ্গবদ্ধ হয়ে স্যারের গাড়িতে হামলা চালায়। আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি। তারা সঙ্গবদ্ধ হয়ে আমাদের ওপর আবার হামলা চালায়। আত্মরক্ষায় আমরা গুলি ছুড়ি। তাদের হামলায় আমাদের দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এই কর্মকর্তা আরও বলেন, আমাদের সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে গতকাল সকালে ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্রের বাইরে এক পুলিশ সদস্যকে মারধর করে মনিরুল হকের লোকজন। সে সময় সময় ছবি ও ভিডিও করায় দৈনিক মানবজমিনের মুন্সীগঞ্জ প্রতিনিধি ও প্রেস ক্লাবের সহ-সভাপতি গোলজার হোসেনের মুঠোফোন, আইডি ও পর্যবেক্ষক কার্ড ছিনিয়ে নিয়ে মনিরুল হকের উপস্থিতিতে তার ভাই-ভাতিজারা মারধর করে। এ ঘটনায় মনিরুল হকসহ ১৮ জনকে আসামি করে লিখিত অভিযোগ করেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status