ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

যশোরের ২ উপজেলায় শান্তিপূর্ণ ভোট

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
৯ মে ২০২৪, বৃহস্পতিবার

যশোরের মণিরামপুর ও কেশবপুর উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। এই দু’টি উপজেলায় নির্বাচন পরিদর্শনে এসে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হোসেন বলেন, নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিল। নির্বাচনী এলাকা ঘুরে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, ভোটের পরিবেশ ভালো ছিল এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়েছে।  বুধবার বেলা ১১টা ১০ মিনিটে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। তারা ভোটকক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং ইভিএম-এ ভোটদানে কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে ভোটারদের সঙ্গে তারা কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ।  নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মাঠে ছিলেন ১২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

বিজ্ঞাপন
প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োগ করা হয় প্রয়োজনীয়সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, আনসার, র‌্যাব এবং বিজিবি মোতায়েন করা হয়। অন্যদিকে, মণিরামপুরের বেশক’টি ভোটকেন্দ্র ঘুরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে  জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও পুলিশ সুপার প্রলয় বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। তার জন্য জেলা প্রশাসক, নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল দপ্তরকে ধন্যবাদ জানাই। নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কোনো প্রার্থী বা ব্যক্তি কোনোরকম অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘনে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ ছিল।  বেলা ১১টার দিকে উপজেলার চিনাটোলা সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন- জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, মণিরামপুরের ইউএনও জাকির হোসেন, ওসি এবিএম মেহেদী মাসুদ প্রমুখ। এদিকে কেশবপুরের ৯৫টি ও মণিরামপুরের ১৬০টি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল অত্যন্ত কম। কোনো কোনো কেন্দ্রে ১০-১২ শতাংশের বেশি ভোট কাস্ট হয়নি বলে জানা গেছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status