ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ফুলছড়িতে আওয়ামী লীগ সভাপতির ভোট বর্জন

গাইবান্ধা প্রতিনিধি
৯ মে ২০২৪, বৃহস্পতিবার
mzamin

গাইবান্ধার ফুলছড়িতে কেন্দ্র দখলসহ নানা অভিযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থী জি. এম সেলিম পারভেজ ভোট বর্জন করেছেন। গতকাল দুপুরে ভোট চলাকালীন বেলা সাড়ে ১২টায় তিনি এ ঘোষণা দেন। তিনি ফুলছড়ি উপজেলার বর্তমান চেয়ারম্যান ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।  এ বিষয়ে সেলিম পারভেজ বলেন, সকালে ফুলছড়ির বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখতে পাই, ভোটার উপস্থিতি ভালো। তবে দিন গড়াতেই ভোটারদের কেন্দ্রে আসতে বাধা, জোরপূর্বক অন্যের ভোট দেয়ার অভিযোগ পাই। গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের এমপি ভোটকে প্রভাবিত করেছেন। তার কর্মী-সমর্থকরা সংসদ সদস্য সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মো. আবু সাঈদের পক্ষে উপজেলার ৬০টি কেন্দ্রের মধ্যে চরাঞ্চলের ৩০টি কেন্দ্র দখলে নিয়ে জোরপূর্বক ব্যালটে সিল মারছে। এ অবস্থায় রিটার্নিং কর্মকর্তাকে বারবার অভিযোগ করে প্রতিকার না পাওয়ায় আমি ভোট বর্জনের ঘোষণা দিচ্ছি। রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব বলেন, নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও মোবাইল কোর্ট পরিচালনা এবং স্ট্র্যাইকিং ফোর্সকে দিকনির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন
নির্বাচনে ১৭ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। নির্বাচনকালীন সময়ে স্ট্র্যাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য বিজিবি’র ৬ প্লাটুন সদস্য, র‌্যাবের ২টি করে মোট ৪টি টিম, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হয়েছে। আমরা সুষ্ঠুভাবে নির্বচন পরিচালনা করার চেষ্টা করছি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status