ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সীতাকুণ্ডে দিনভর ভোটকেন্দ্র ছিল ফাঁকা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
৯ মে ২০২৪, বৃহস্পতিবার
mzamin

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এমপি সমর্থিত আওয়ামী লীগ নেতা রাজু চৌধুরী ও তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অপর আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মঞ্জু। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পযর্ন্ত মান্দারীটোলা ভোটকেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতি ছিল না।  সরজমিন দেখা যায়, বড়দারোগাহাট, ছোট দারোগাহাট, নুনাছড়া, পন্থিছিলা, সীতাকুণ্ড মহিলা কলেজ, ডিগ্রি কলেজ, বাড়বকুণ্ড, ফকিরহাট, বাঁশবাড়ীয়া ও ছোট কুমিরাসহ প্রায় ৩০টি কেন্দ্র পর্যবেক্ষণ করে ভোটারদের তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি। সব কেন্দ্রগুলোই ছিল ফাঁকা। ধারণা করা হচ্ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়বে। তবে ভোটগ্রহণকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোনো এজেন্ট খুঁজে পাওয়া যায়নি। চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন আহমেদ মঞ্জু মানবজমিনকে বলেন, আমার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী  মো. আরিফুল আলম রাজুর এলাকা হওয়াতে বাসাবাড়ী ইউনিয়ন তার গ্রুপের লোকজনের ভয়ে আমার কোনো এজেন্ট যায়নি। অন্যান্য ইউনিয়নের বেশির ভাগ কেন্দ্রে আমার এজেন্ট ছিল।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status