ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ডুমুরিয়ায় জরাজীর্ণ ঘরে শিক্ষার্থীদের পাঠদান

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
৯ মে ২০২৪, বৃহস্পতিবার
mzamin

ডুমুরিয়ায় উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা সংকট নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়টিতে নেই ক্লাস করার মতো কোনো ভবন। বর্তমানে শিক্ষার্থীরা যেখানে ক্লাস করছে সেটি জরাজীর্ণ একটি টিনের ছাপড়া। নেই ব্লাকবোর্ড টানানোর কোনো ব্যবস্থা। ফলে সঠিকভাবে শিক্ষা নিতে পারছে না কোমলমতি শিক্ষার্থীরা। সরজমিন দেখা যায়, ১৯৯৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৪ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে একটি একতলা বিশিষ্ট ভবন নির্মাণ করে। তখন থেকেই বিদ্যালয়ের পাঠদানসহ সকল কার্যক্রম ওই ভবনেই চলছিল। গত ২০২১ সালে ভবনটির অবস্থা খারাপ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করে। পরবর্তীতে মেরামত প্রকল্পের টাকা দিয়ে সীমানা প্রাচীরের সঙ্গে টিন দিয়ে নির্মাণ করা হয় ৩টি টিনের ঘর। বর্তমানে সেই টিনের ঘরগুলোর অবস্থা একেবারে জরাজীর্ণ।

বিজ্ঞাপন
বিদ্যালয়টির মাঠে জমে আছে কাদা ও পানি। স্থানীয় কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, এইরকম একটা টিনের ঘরে ছেলেমেয়েদের পাঠাতেও ভয় হয়। এখন ঝড় বৃষ্টির মৌসুম। একটু ঝড় হলেই কখন যে ভেঙে মাথার উপর পড়ে সেই চিন্তায় থাকি। পাশাপাশি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবিও জানান তারা। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাদেরুন্নেছা বেগম অভিযোগ করে বলেন, টিনের ঘরের উপরের টিন ফাঁকা থাকার কারণে ভিতরে সূর্যের তাপ পড়ে। ছেলেমেয়েরা গরমে ক্লাসে বসতে পারে না। বিদ্যালয়টির প্রধান শিক্ষক পবিত্র কুমার বালা বলেন, এখন ঝড় বৃষ্টির সময় ভারী বৃষ্টি হলে ওখানে আর ক্লাস করা সম্ভব হবে না। আমাদের অফিস করার জায়গা নেই তাই পরিত্যক্ত ভবনে অফিস করি। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অনুপম রায় বলেন, আমরা জনপ্রতিনিধিসহ অনেকের কাছে আবেদন করেছি নতুন ভবনের জন্য কিন্তু আজ পর্যন্ত কতৃর্পক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন মানবজমিনকে বলেন, দ্রুত একটি নতুন ভবন নির্মাণ করা যায় কিনা তার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। পাশাপাশি বর্তমান অবস্থার খোঁজ নিয়ে আশু কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে  সেটা করা হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status