ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

৯ই মে থেকে ইউএস ট্রেড শো শুরু

স্টাফ রিপোর্টার
৮ মে ২০২৪, বুধবার

বাংলাদেশ ও আমেরিকার দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে ঢাকায় ৯ই মে থেকে শুরু হচ্ছে ইউএস ট্রেড শো। গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়। ২৯তম সংস্করণের এই ট্রেড শোটি যৌথভাবে আয়োজন করবে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এ বিষয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) এর সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিতব্য ৩ দিনব্যাপী এই শোতে দেশ-বিদেশের ৪৪ জন প্রতিনিধি অংশ নেবেন। এতে ১০০টিরও বেশি মার্কিন পণ্য প্রদর্শন করা হবে। দর্শনার্থীদের জন্য সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত রাখা হবে। এর প্রবেশ ফি জনপ্রতি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইউনিফর্ম পরিহিত কিংবা পরিচয়পত্রধারী শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। 
ঢাকায় মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর জন ফে বলেন, এই ট্রেড শোটিতে বাংলাদেশে মার্কিন কোম্পানিগুলোর উচ্চমানের পণ্য প্রদর্শনের একটি সুযোগ হবে। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার করতেও সাহায্য করবে। এবারের ইউএস ট্রেড শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আরও উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিন দিনব্যাপী অনুষ্ঠান সূচিতে ৫টি সেমিনার আয়োজন করা হবে। সেগুলো হলো- ইনক্লুসিভ ইনোভেশন: এম্পাওয়ারমেন্ট উইমেন ইন এআই ইরা, ইউএস এক্সপোর্ট লাইসেন্স ফর ইমপোর্টার্স, স্টাডিং ইন দ্য ইউএস এবং স্টুডেন্ট ভিসা, ইউএসএআইডি ডেভেলপমেন্ট ওয়ার্ক উইথ দ্য প্রাইভেট সেক্টর এবং ডুইং বিজনেস উইথ ইউএস এণ্ড বিজনেস ভিসা।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status