ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

প্রত্যাবর্তনের গল্প লিখে আবারো ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান

ম্পোর্টস রিপোর্টার
৮ মে ২০২৪, বুধবার
mzamin

গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা পুনরুদ্ধার করেছিল মোহামেডান। সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে আরও একধাপ এগিয়ে গেল সাদা-কালোরা। গতকাল মুন্সীগঞ্জে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে তুমুল লড়াইয়ের পর ফিরে এসে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ পুলিশের বিপক্ষে সাদা-কালোরা ম্যাচ জিতেছে ২-১ গোলের ব্যবধানে। এর আগে মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপেরও ফাইনাল খেলেছিল মোহামেডান। ১৪ই মে দ্বিতীয় ফেডারেশন কাপের সেমিফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী ক্রীড়া চক্রের বিজয়ীর সঙ্গে ২১শে মে’র ফাইনাল খেলবে মোহামেডান। এদিন প্রথমে গোল করে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালের স্বপ্ন দেখছিল বাংলাদেশ পুলিশ। ২০১৯ সালে শীর্ষ স্তরে প্রত্যাবর্তনের বছরে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছিল দলটি। সেবারও তাদের থেমে যেতে হয় ফাইনালের আগেই। এবারও একই পরিণতি বরণ করতে হয়েছে আলফাজ আহমেদের শিষ্যদের অসাধারণ প্রত্যাবর্তনে।

বিজ্ঞাপন
ম্যাচের ১২ মিনিটে প্রথম সুযোগ তৈরি করেছিল মোহামেডান। ডানদিক থেকে আরিফ ইসলামের ক্রসে ইমানুয়েল সানডের স্লাইডিং হেড দূরের পোস্ট ঘেঁষে বাইরে যায়। এরপর বেশক’টি সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি মোহামেডান। প্রথমার্ধে সুযোগ এসেছিল পুলিশের সামনেও। তবে দুর্বল ফিনিশিংয়ে সেই সুযোগ হাতছাড়া হয়। দ্বিতীয়ার্ধে অবশ্য ঠিকই ধারার বিপরীতে গোল পেয়ে যায় পুলিশ। ডানদিক থেকে ব্রাজিলিয়ান প্লে-মেকার এডুয়ার্ড মোরিও ফ্রি-কিকে একটু নিচু হয়ে হেড করে গোল করেন উখমেতভ (১-০)। ম্যাচের ৫৩ মিনিট গোলরক্ষক আহসান হাবিব বিপুর কৃতিত্বে লিড অক্ষুণ্ন্ন থাকে পুলিশের। আরিফের ছোট পাসে মোজাফ্‌ফরভের বক্সের ওপর থেকে নেয়া শট শেষ মুহূর্তে কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন বিপু। ২ মিনিট পর ডানদিক থেকে আরিফের আরেকটি সেটআপে ইমানুয়েল সানডের টোকা দূরের পোস্ট ঘেঁষে বাইরে যায়। তারপরও আশা ছাড়েনি মোহামেডান। ফলটা তারা পায় ৬৮ মিনিটে। মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতের শট ব্লক করেছিলেন আব্দুল্লায়েভ। সেটা চলে আসে আরিফের কাছে। এই উইঙ্গার ভলি করে পাঠিয়ে দেন বাঁ-দিক দিয়ে আক্রমণে ওঠা সানডের কাছে। চলতি বলে নাইজেরিয়ান ফরোয়ার্ডের ভলি জালে জড়ায়। ৭৮ মিনিটে আরেকটি সমন্বিত আক্রমণে গোল পেতে পারতো মোহামেডান। আরিফের কাছ থেকে বল পেয়ে ডান দিক থেকে দিয়াবাতের লো ক্রস শাহরিয়ার ইমন পারেননি পা ছোঁয়াতে। বল চলে যায় সানডের কাছে, তবে তার শট রুখে দেন উখমেতভ। পরের মিনিটে অবশ্য উৎসবের উপলক্ষ পেয়ে যান মোহামেডান সমর্থকরা। ডানদিকে অসাধারণ খেলা আরিফের বাড়ানো বলে সানডে ক্রস ফেলেন বক্সে। শাহরিয়ার ইমন হেড করে পুলিশের গোলরক্ষক বিপুকে পরাস্থ করে মোহামেডানকে তুলে নেন ফাইনালে। গত ফেডারেশন কাপের ফাইনাল জয়ের পর মোহামেডান চলতি মৌসুমে খেলেছে স্বাধীনতা কাপের ফাইনাল। বসুন্ধরা কিংসকে সেই ম্যাচে অবশ্য হারাতে পারেনি তারা। এরপর লীগে এখন পর্যন্ত আলফাজের শিষ্যরা আছে দ্বিতীয় স্থানে। কোনো ম্যাচে হারেনি দলটি। যদিও লীগের শিরোপা ভীষণ কঠিন হলেও আরেকবার ফেডারেশন কাপ জিতে চিরশত্রু আবাহনীর ১২বার চ্যাম্পিয়নের একক রেকর্ডটা ছুঁয়ে ফেলার সুযোগ মোহামেডানের সামনে।
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status