ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

গাজীপুরের তিন উপজেলায় ৩৪ প্রার্থী ১৫৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
৮ মে ২০২৪, বুধবার
mzamin

আগামী ৮ই মে গাজীপুর সদর উপজেলা, কালীগঞ্জ ও কাপাসিয়া এই তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা তিনটিতে চেয়ারম্যান পদে ১০ জন,  ভাইস চেয়ারম্যান পদে ১৭ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৯৬ হাজার ৭৪৩ জন। তিনটি উপজেলায় সংখ্যা ২৫৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫৪টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। প্রথম ধাপের সদর উপজেলা নির্বাচনের নির্বাচনী সরঞ্জাম গাজীপুর শহরের বঙ্গতাজ মিলনায়তন থেকে গাজীপুর বিতরণ করা হয়। কাপাসিয়া উপজেলা ও কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ভোরে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে দেয়া হবে। জেলার তিনটি উপজেলায় মোট ভোটকেন্দ্র ২৫৮টি। সদর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট রীনা পারভীন, জেলা বিএনপি’র সহ-সভাপতি থেকে সদ্য বহিষ্কৃত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান চৌধুরীসহ আওয়ামী লীগের আরও তিন নেতা মোহাম্মদ আতিকুজ্জামান, শফিকুল ইসলাম ও মো. কফিল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। কালীগঞ্জ উপজেলায় ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান এমপি’র অনুসারী আশরাফী মেহেদি এবং সাবেক প্রতিমন্ত্রী নারী সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির অনুসারী হাবিবুর রহমান ও আমজাদ হোসেন স্বপন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

 কাপাসিয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানত হোসেন খান ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন আহমেদ সেলিম নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

বিজ্ঞাপন
নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এই তিনটি উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২৫৮টি। এরমধ্যে ১৫৪টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) আর কম গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১০৪টি। এই তিনটি উপজেলায় নিরাপত্তার দিক থেকে পুলিশ কম গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে ভোটকেন্দ্র চিহ্নিত করেছে। গাজীপুর সদর উপজেলার চারটি ইউনিয়নে মোট ৪৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ, ২৯টি কম গুরুত্বপূর্ণ। কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নে মোট ১১৯টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ২৭টি, কম গুরুত্বপূর্ণ ৯২টি ভোটকেন্দ্র। কালীগঞ্জ উপজেলায় সাতটি ইউনিয়নে মোট ৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫টি গুরুত্বপূর্ণ ও কম গুরুত্বপূর্ণ ৪৫টি কেন্দ্র রয়েছে। এসব ভোটকেন্দ্রে পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের পাশাপাশি কড়া নজরদারির মধ্যে রাখা হবে। গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম জানান, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। এ ছাড়া বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

 ভোট কেন্দ্রসমূহে মোবাইল টিম কাজ করবে, থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতিটি উপজেলায় দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ৬-৭ জন সদস্য, আনসার মোতায়েন থাকবে। এ ছাড়া র‌্যাব, পুলিশের টহল টিম, মোবাইল টিম নিয়োজিত থাকবে। গরমের মধ্যে ভোটাররা যেন নির্বিঘ্নে দ্রুত ভোট দিতে পারেন, সেজন্য প্রয়োজনে প্রতিটি ভোটকেন্দ্রে অস্থায়ী বুথ স্থাপন করা হবে। উপজেলা নির্বাচন নিয়ে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশমতো উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রশাসনের অথবা কোনো নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা করলে নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যারা নির্বাচনী কেন্দ্রে প্রভাব বিস্তার করতে পারেন এমন লোকদের তালিকাও আমরা করেছি। তাদেরকে সতর্কও করা হয়েছে। তাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী নজর রাখছে। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

পাঠকের মতামত

সাবাস।

জিয়াউল হক
৮ মে ২০২৪, বুধবার, ৮:১৫ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status