ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

পশ্চিমা হুমকির জবাবে সামরিক মহড়ার প্রস্তুতি রাশিয়ার

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৭ মে ২০২৪, মঙ্গলবার, ১১:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪৫ পূর্বাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বিভিন্ন উস্কানি ও হুমকির জবাবে পারমাণবিক অস্ত্রের মহড়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। সোমবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার বিমান ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে দেশটির দক্ষিণ সামরিক অঞ্চলে বিভিন্ন ভারি ক্ষেপণাস্ত্র খুব দ্রুতই মহড়ার জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ খবর দিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।

খবরে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি এই মহড়া শুরুর অনুমোদন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর যুদ্ধ মিশন বাস্তবায়নে অ-কৌশলগত পারমাণবিক প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে এই মহড়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বারবার অ-কৌশলগত পারমাণবিক প্রস্তুতির কথা উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ যুদ্ধের ময়দানে কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র মোতায়েন ও এর ব্যবহারের প্রস্তুতি নিতেই ওই মহড়ার প্রস্তুতি নিচ্ছে রুশ সামরিক বাহিনী। এতে ক্ষেপণাস্ত্র বিষয়ক দক্ষিণাঞ্চলীয় সামরিক বিভাগ ও নৌবাহিনী অংশ নেবে বলেও জানানো হয়েছে। 

পাঠকের মতামত

রাশিয়াকে অবশ্যই শক্ত হাতে বিশ্ব যুদ্ধের প্রসততি নিতেই হবে নইলে মহা বিপদ আছে আর দেরি হয়ে যাবে ।

Md.Shahidul Islam
৭ মে ২০২৪, মঙ্গলবার, ১১:৫৫ অপরাহ্ন

"গণহত্যাকারী এবং সন্ত্রাসী ইসরায়েল " এই বিশেষনে সংবাদ মাধ্যমে ইসরায়েলের নাম লিখা উচিৎ।

Syed Parvej husaini
৭ মে ২০২৪, মঙ্গলবার, ৯:২০ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status