ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

পাপন বললেন ‘জিম্বাবুয়ে সিরিজ বিশ্বকাপের প্রস্তুতি নয়’

স্পোর্টস রিপোর্টার
৭ মে ২০২৪, মঙ্গলবার
mzamin

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে এখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন এই টুর্নামেন্টকে ঘিরে টাইগারদের প্রস্তুতি নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। যার দুটি এরই মধ্যে মাঠে গড়িয়েছে। যা দেখে প্রস্তুতির মান নিয়ে যেমন বাড়ছে প্রশ্ন তেমন আলোচনা-সমালোচনাও। এরই মধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে  সিরিজ খেলে আসলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না। তার এমন বক্তব্য যেন আগুনে ঘি ঢেলে দেয়ার মতো। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও জানিয়েছেন আসলে জিম্বাবুয়ে সিরিজ বিশ^কাপের প্রস্তুতির অংশ নয়। তিনি বলেন, ‘আমি এটাকে প্রিপারেশন দেখি না।

বিজ্ঞাপন
ফর এক্সাম্পল, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি না। এটা আমাদের এফটিপির খেলা। আমি কী এফটিপির খেলায় ওদেরকে পয়েন্ট দিয়ে দিবো? আর ইউএসএতে আমরা ইউএসএর বিপক্ষে খেলাতে চাচ্ছি ওদের কন্ডিশন, উইকেট সবকিছুর সঙ্গে অ্যাডজাস্ট করানোর জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আগেই আমাদের এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রিপারেশনের কথা বলেন, দুই সপ্তাহ আগে প্রিপারশনের কিছু নাই। যা করার তা আগেই শুরু করার কথা ছিল। আমি মনে করি, আমরা যে কয়টা সিরিজ খেলি, এই যে শ্রীলঙ্কার সঙ্গে পুরা সিরিজটা খেললাম, এইবারের বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে। এটাতেই প্রিপারেশন হওয়ার কথা। এইবারে আমাদের টিমটার বড় বিষয় হলো অভিজ্ঞতা, মোটামুটি নতুন ভালো একটা কম্বিনেশন আছে। কাজেই ভালো আশা করা ছাড়া আর কিছুই করার নাই।’ 
এক সময়ের জাতীয় দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেন চালু করেছেন মোটর সাইকেলের শো-রুম। তারই উদ্বোধনে এসে সাকিব বিশ্বকাপেরপ্রস্তুতি নিয়ে নিজের অসন্তোসের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘দেখুন জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা বিবেচনা করে আমরা যদি বিশ্বকাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন একটা জায়গা, ওখানে আমরা আসলে যত বেশি চাপ মানিয়ে নিতে পারবো, ততো ভালো করার সম্ভাবনা।’ সাকিবের কথার সঙ্গে সুর মিলিয়েছেন পাপনও। তিনি বলেন, ‘যদি এটা (জিম্বাবুয়ে সিরিজ) বিশ্বকাপের প্রস্তুতি হতো তাহলে সাকিবই খেলতো।’ শুধু তাই নয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলের ক্রিকেটাররা খেলেছেন ওয়ানডে ম্যাচ। ঢাকা প্রিমিয়ার লীগ ও সুপার লীগে ৫০ ওভারের ফরম্যাটে খেলতে হয়েছে বিশ^কাপের আগে। সাকিব বলেছিলেন সুপার লীগ ২০ ওভারের হলে ভালো হতো। তবে এ নিয়ে পাপন বলেন, “আমি কী সুপার লীগটা হঠাৎ করে লিস্ট ‘এ’ টুর্নামেন্টকে টি-টোয়েন্টি করে দিতে পারি। এটা কী ইচ্ছে মতো করা যায়? নম্বর টু জিম্বাবুয়ে,  এটা তো আগে এফটিপি করা। আমার মনে হচ্ছে, আমি যেটা বললাম, এই যে আপনারা এখন এটা নিয়ে কথা বলছেন, প্রশ্ন করছেন এটার জন্যই ও (সাকিব) এমনটা বলে গেছে।’ 
ব্যাটিং দেখে ভয় লেগেছে
জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুটি ম্যাচ দাপটের সঙ্গেই জিতেছে বাংলাদেশ দল। তবে ১২০ এর বেশি রান তাড়া করতে টপ অর্ডারের ক্রিকেটারদের দেখা গেছে সংগ্রাম করতে। দুই ম্যাচের ব্যাটিং মূল্যায়ন করতে গিয়ে পাপন জানিয়েছেন তার ভালো লাগেনি। তিনি বলেন, ‘আমরা দুটো ম্যাচ জিতেছি কনভিন্সিংলি জিম্বাবুয়ের বিপক্ষে। এটা যেমন সত্যি, ব্যাটিংটা ভালো লাগে নাই। ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে। এইগুলো এখন কথা বলার বিষয়। বোলিং কিন্তু ভালো করেছে। সাইফউদ্দিন এতোদিন পর এসে যেভাবে বল করেছে, শেখ মেহেদি যেভাবে বল করেছে, তাসকিন তো এক্কেবারে বিধ্বংসী মনে হয়েছে। আমাদের মোস্তাফিজ আইপিএলে খুব ভালো খেলে এসেছে। হৃদয় বললেই আবার খারাপ হয়ে যাবে। মানে ওর এখনও অনেক শেখার আছে।’ দলের ব্যাটিং ভালো না লাগার একটি কারণও দেখিয়েছেন পাপন। তিনি বলেন, ‘আসলে সমস্যাটা হয়েছে কী সাথে সাথে আবার আইপিএল চলছে এইবারের আইপিএল দেখে কিছু বুঝতে পারছি না হচ্ছেটা কী। মানে ২৫০-৬০ করার করলেই জিততে পারে না। আর আমরা ১৪০-৪৫ করতেই হিমশিম খাচ্ছি বলে মনে হয়। আসলে হিমশিম খাই নাই। বাট মনে হয় কেমন জানি একটা ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে একটা বিরাট গ্যাপ। এই গ্যাপটা কিন্তু গতবারও মনে হয় নাই। এক বছর আগেও এমন মনে হয়নি যতটা গ্যাপ মনে হচ্ছে। সো চ্যালেঞ্জেস আর দেয়ার। আমি মনে প্রাণে বিশ্বাস করি, লিটন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক এটাই চাই আমরা। শুধু লিটন দাস না, সবাই তারা তাদের বেস্ট পারফরম্যান্সে থাকুক, খেলুক। সবচেয়ে বড় কথা হলো টি-টোয়েন্টি খেলতে হলে এখন সাহস করেই খেলতে হবে। এখন আর রান হলো কী হলো না, ফর্ম আছে কি নাই এসব চিন্তা করে লাভ নাই। এখন খেলতে হবে হাত খুলে। হাত খুলে না খেললে ইনিশিয়ালি বড় রান করাটা কঠিন।’

 

 

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status