ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

২৩ রানে ৮ উইকেট লিস্ট ‘এ’ ক্রিকেটে সেরা বোলিং এখন রাজার

স্পোর্টস ডেস্ক
৭ মে ২০২৪, মঙ্গলবার
mzamin

বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে বল হাতে রেকর্ড গড়লেন রেজাউর রহমান রাজা। ঢাকা প্রিমিয়ার লীগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে বিধ্বংসী স্পেলে আট উইকেট নিয়ে আলো কাড়লেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এ পেসার। গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাটিং শেষে প্রাইম ব্যাংকের সংগ্রহ দাঁড়ায় ২৭০ রানে। জবাবে মাত্র ৭১ রানে গুঁড়িয়ে যায় শেখ জামালের ইনিংস। রেজাউর রহমান রাজা বল হাতে পান দশম ওভারে। নিজের প্রথম বলেই উইকেট পেয়ে যান প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পেস তারকা। লাফিয়ে ওঠা বল ফজলে রাব্বির ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটকিপার জাকির হাসানের গ্লাভসে। পাঁচ বল পর আরও বড় শিকার রেজাউরের। অফ স্টাম্পের বাইরের বলে বড় শট হাঁকাতে গিয়ে স্লিপে সাব্বির রহমানের হাতে ক্যাচ দেন সাকিব আল হাসান। ‘গোল্ডেন ডাক’ মারেন আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সাকিব।

বিজ্ঞাপন
নিজের প্রথম ওভারেই ২ উইকেট নেওয়া রেজাউর অষ্টম উইকেটটি নিলেন ইনিংসের ২২তম ওভারে শেখ জামালের শেষ ব্যাটসম্যান শফিকুল ইসলামকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে। ৭১ রানে অলআউট শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ২৩ রানে ৮ উইকেট নিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন রেজাউর রহমান রাজা। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে না হলেও বেশ কয়েকটি সিরিজেই বাংলাদেশ দলে থাকা রেজাউর ভেঙেছেন আরেক পেসার ইয়াসিন আরাফাতের রেকর্ড। ২০১৭-১৮ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লীগে ফতুল্লাতেই আবাহনীর বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন ইয়াসিন। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের ৮ উইকেট নেওয়ার উদাহরণ এই দুটিই। সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ম্যাচে ৮ উইকেট নেওয়া ১৭তম বোলার রাজা। ৪১ ম্যাচের ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ৫ উইকেট। গতকাল রেজাউরের বোলিং ফিগার ছিল ৬.৩-০-২৩-৮। লিস্ট ‘এ’ ইতিহাসে এটি ষষ্ঠ সেরা বোলিং । বিশ্ব রেকর্ডটা ভারতের বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিমের। ২০১৮ সালে চেন্নাইয়ে বিজয় হাজারে ট্রফিতে রাজস্থানের বিপক্ষে ১০ রানে ৮ উইকেট নিয়েছিলেন ঝাড়খণ্ডের হয়ে খেলা নাদিম (১০-৪-১০-৮)। রেজাউর গতকাল  নিজের দ্বিতীয় ওভারেও নেন ২ উইকেট। এবার শিকার নুরুল হাসান ও তাইবুর রহমান। নুরুল স্ল্যাশ করে কাভারে সানজামুল ইসলামের হাতে ক্যাচ দেন। তাইবুরের অফ স্টাম্প উপড়ে ফেলেন রেজাউর। এরপর ১৪তম ওভারে রিপন মণ্ডলকে ও ১৮তম ওভারে আবেদুর রহমানকেও বোল্ড করেন রেজাউর। দুবারই অফ স্টাম্প উপড়ে ফেলেন ২৪ বছর বয়সী পেসার। রেজাউরের দুর্দান্ত বোলিংয়ে বড় জয়ে এবারের লীগ শেষ করেছে তার দল প্রাইম ব্যাংকও। ২৭১ রানের লক্ষ্যে ব্যাট করা শেখ জামাল ২১.৩ ওভারে ৭১ রানে অলআউট হয়ে হেরেছে ১৯৯ রানে। এই জয়ে ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে লীগ শেষ করলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগের ম্যাচে সেঞ্চুরি করা জাকির হাসান গতকাল ৯৫ বলে করেন সর্বোচ্চ ৮৫ রান। মুশফিকুর রহীম করেন ৯৪ বলে ৭৮ রান। প্রাইম ব্যাংক ৪৯ রানে ২ উইকেট হারানোর পর ১৩৩ রানের জুটি গড়েন দুজন। বিশ্ব ক্রিকেটে এই সংস্করণে রাজার অবস্থান ষষ্ঠ। ২০১৮ সালের ভিজায় হাজারে ট্রফিতে রাজস্থানের বিপক্ষে স্রেফ ১০ রানে ৮ উইকেট নিয়ে সবার ওপরে ঝাড়খাণ্ডের বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম।
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status