ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

১৪ বছরের হাবিবার সঙ্গে অভিষেক ৩৩ বছর বয়সী আশার

স্পোর্টস রিপোর্টার
৭ মে ২০২৪, মঙ্গলবার
mzamin

একজনের বয়স ১৪ বছর ২৬৮ দিন আর আরেকজনের বয়স ৩৩ বছর ৫১ দিন। প্রথমজন বাংলাদেশের হাবিবা ইসলাম আর পরের জন ভারতের আশা শোভানা। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের চলতি সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অভিষেক হয় দুজনেরই। মজার বিষয়, আশার যখন পেশাদার ক্রিকেটে অভিষেক হয় তখন পিংকির জন্মই হয়নি।  
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে রেকর্ডের তালিকায়  দুই নম্বরে পিংকি। এই তালিকায় সবার উপরে এই ম্যাচের একাদশে থাকা রাবেয়া খান। এই স্পিনারের ২০১৯ সালে পোখারায় নেপালের বিপক্ষে অভিষেকের দিন বয়স ছিল ১৪ বছর ২৬৮ দিন।
পিংকি অল্পের জন্য রেকর্ড গড়তে পারলেও আশা ঠিকই গড়েছেন। ভারতের জার্সিতে তিনিই এখন সবচেয়ে বেশি বয়সে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া ক্রিকেটার। এর আগে নেই রেকর্ড ছিল সীমা পূজারের। ২০০৮ সালে সিডনিতে ৩২ বছর ৫০ দিন বয়সে অভিষেক হয় পেসার সীমার।
সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ডটি জার্সির নিয়া গ্রেগের।

বিজ্ঞাপন
২০১৯ সালে ফ্রান্সের বিপক্ষে মাত্র ১১ বছর ৪০ দিন বয়সে টি-টোয়েন্টিতে অভিষেকের দিন তার। আর পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে এই রেকর্ড আয়ারল্যান্ডের গ্যাবি লুইসের। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকের সময় তার বয়স ছিল ১৩ বছর ১৬৬ দিন।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে অভিষেকে রেকর্ডটি অবাক করার মতো। গত মাসে এস্তোনিয়ার বিপক্ষে জিব্রাল্টারের সালি বার্টন ৬৬ বছর ৩৪৯ দিন বয়সে অভিষেক ম্যাচ খেলেন। আর পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এই রেকর্ড পামেলা লেভিনের। ২০০৯ সালে টন্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০ বছর ৯১ দিন বয়সে অভিষেক হয় এই অলরাউন্ডারের।
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status