ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল স্থগিত

স্টাফ রিপোর্টার
৭ মে ২০২৪, মঙ্গলবার

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল ২১ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া। পরে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব মানবজমিনকে বলেন, ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল ২১ দিনের জন্য স্থগিত করেছেন আদালত। আগামী রোববার মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে।   
নির্বাচন কমিশনের আইনজীবী খালেকুজ্জামান ভূঁইয়া বলেন, নির্বাচনী আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে নজরুল ইসলাম আবেদন করেন। শুনানি নিয়ে হাইকোর্ট ২১ দিনের জন্য উপনির্বাচনের তফসিল স্থগিত করেছেন। গতকাল থেকে এই ২১ দিন গণনা শুরু হবে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ৭ই জানুয়ারি ভোট হয়।

বিজ্ঞাপন
নির্বাচিতদের ফলাফলের গেজেট গত ৯ই জানুয়ারি প্রকাশ করা হয়। ঝিনাইদহ-১ আসনে সংসদ সদস্য হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হাই নির্বাচিত হন। তবে ঝিনাইদহ-১ আসনে ভোটে অনিয়মের অভিযোগ তুলে পরাজিত স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম হাইকোর্টে নির্বাচনী আবেদন (ইলেকশন পিটিশন) করেন। শুনানি নিয়ে গত ১লা ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দিয়ে ঝিনাইদহ-১ আসনে মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে প্রকাশিত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট দুই মাসের জন্য স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে মো. আব্দুল হাই আপিল বিভাগে আবেদন করেন, যার ওপর গত ৫ই ফেব্রুয়ারি চেম্বার আদালতে শুনানি হয়। সেদিন চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১৩ই মে শুনানির জন্য পাঠান। আব্দুল হাই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ই মার্চ তিনি মারা যান। আসনটি শূন্য ঘোষণা করে গত ২৩শে এপ্রিল নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুসারে নির্বাচন ৫ই জুন ভোট হওয়ার কথা। এ অবস্থায় নির্বাচনী আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উপনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে নজরুল ইসলাম আবেদন করেন। 
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status