ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

শুক্র ও শনিবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

স্টাফ রিপোর্টার
৭ মে ২০২৪, মঙ্গলবার

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্র ও শনিবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং শনিবার জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল এক বিবৃতিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে আগামী শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে সমাবেশ ও মিছিলের কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনা করবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু। এদিকে ঢাকা বিভাগের ১১ জেলা ও মহানগর নেতৃবৃন্দদের নিয়ে জরুরি সভা করেছে জাতীয়তাবাদী যুবদল। দুপুরে নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সূত্রে জানা গেছে, সভায় বেগম খালেদা জিয়া ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে আগামী শনিবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে।
ওদিকে কেন্দ্র ঘোষিত নির্দেশনা অনুযায়ী আসন্ন প্রহসনের উপজেলা নির্বাচন বর্জন ও ভোট দান থেকে বিরত থাকা সম্পর্কিত দিকনির্দেশনা প্রদানের জন্য ঢাকা জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জরুরি যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় এ সভায় হয়।

বিজ্ঞাপন
এতে সভাপতি করেন ঢাকা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। সভা সূত্রে  জানা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের পক্ষে মতামত দিয়েছেন নেতৃবৃন্দরা। তারা বলেছেন, এই নির্বাচনে কেউ প্রার্থী হবে না, কোনো নেতা ব্যক্তিগতভাবে কেউ প্রার্থী হলেও তাকে সমর্থন দিবে না এবং নির্বাচনের দিন বিএনপি’র কোনো নেতা, তাদের পরিবার এবং আত্মীয়-স্বজনেরাও ভোটকেন্দ্রে যাবেন না।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status