ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

‘শিশু মাইশাকে গলা টিপে হত্যা করে মা’

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৭ মে ২০২৪, মঙ্গলবার

চুয়াডাঙ্গায় নিজ মেয়েকে গলা টিপে হত্যার পর বিদ্যুৎস্পর্শের নাটক সাজান মা পপি খাতুন (২৫)। এক সপ্তাহের ব্যবধানে ময়নাতদন্তের প্রতিবেদনে মাইশা খাতুন (৭)কে গলা টিপে হত্যার বিষয়টি উন্মোচন হয়। রহস্য উন্মোচনের পর পুলিশ ঘাতক মাকে গ্রেপ্তার করে। পরে ঘাতক মা পপি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান এসব তথ্য সাংবাদিকদের জানান। পুলিশ সুপার জানান, শিশু মাইশা তার মায়ের সঙ্গে আলমডাঙ্গার ভোগাইলবগাদী গ্রামে বসবাস করতো। গত ২৯শে ফেব্রুয়ারি সকালে শিশু মাইশা খাতুন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে প্রচার করে মা পপি খাতুন। সে সময় মাইশার গলায় মোবাইলফোনের চার্জারের তার জড়ানো ছিল। প্রতিবেশীরা মাইশাকে দ্রুত নিয়ে যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে মাইশা মারা গেছে বলে জানান।

বিজ্ঞাপন
পাশাপাশি চিকিৎসকরা নিহত মাইশার গলায় দাগ থাকার কথাও পুলিশকে বলেন। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করে। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায়, নিহত মাইশা খাতুন বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়নি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ সুপার জানান, মাইশাকে তার মা পপি খাতুন গলা টিপে হত্যা করেছে। গত ৫ই মে পপি খাতুন স্বেচ্ছায় আলমডাঙ্গার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জহুরা বেগমের আদালতে হাজির হয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পুলিশ পপি খাতুনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

 

পাঠকের মতামত

নিউজ রাইটারকে পেছন থেকে কেউ ধাওয়া করছে অথবা খুব ঘুম পাচ্ছে, তাই নিউজ শেষ করতে পারে নি! অসম্পূর্ণ নিউজ!

Sakhawat
৭ মে ২০২৪, মঙ্গলবার, ২:০০ অপরাহ্ন

কী কারণে মা তাঁর সন্তানকে হত্যা করলেন সেটা উল্লেখ করা উচিত ছিল।

shamsur
৭ মে ২০২৪, মঙ্গলবার, ১২:২৪ অপরাহ্ন

uncompleted news

Rasel
৭ মে ২০২৪, মঙ্গলবার, ১১:৪২ পূর্বাহ্ন

অন্য পত্রিকা থেকে কারনটা বের করলাম : "পপি খাতুন পুলিশের কাছে মেয়েকে হত্যার কথা স্বীকার করে বলে, মেয়ে মাইশা নাবালিকা। তার বাবা হয়তো আরেকটি বিয়ে করবে। পপিরও অন্য জায়গায় বিয়ে হতে পারে। তখন মাইশাকে দেখার কেউ থাকবে না। মাইশার জীবন কাটবে কষ্টে। প্রতিবেশীদের একটি মেয়েকে এভাবে বড় হতে দেখেছে পপি। এসব চিন্তাভাবনা করে মা পপি খাতুন মেয়ে মাইশাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে পুলিশকে জানিয়েছে পপি।"

হাবিব
৭ মে ২০২৪, মঙ্গলবার, ১১:৩৮ পূর্বাহ্ন

কী কারণে মা তাঁর সন্তানকে হত্যা করলেন সেটা উল্লেখ করা উচিত ছিল।

মি. খান
৭ মে ২০২৪, মঙ্গলবার, ১০:২৯ পূর্বাহ্ন

স্বাভাবিক প্রশ্ন আসে মা কেন মেয়েকে হত্যা করলেন এই খবরটা যেহেতু সাংবাদিক বা সংবাদপত্র দিতে পারে নাই তাই খবরটাই দেওয়া উচিত হয় নাই।

Akther hossain
৭ মে ২০২৪, মঙ্গলবার, ৭:৪৯ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status