ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

গাজা ইস্যুতে কঠোর অবস্থানে মালয়েশিয়া ইসরাইলি মন্ত্রীদের গ্রেপ্তার দাবি

মানবজমিন ডেস্ক
৭ মে ২০২৪, মঙ্গলবার
mzamin

গাজা যুদ্ধ ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়া। ফিলিস্তিনি নারী, শিশু সহ নিরীহ মানুষের ওপর ইসরাইল যে চলমান গণহত্যা চালিয়ে যাচ্ছে তাতে পশ্চিমা দেশগুলোর ভণ্ডামির নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আরব নিউজের কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক উপস্থাপক ক্যাটি জেনসেনকে দেয়া ‘ফ্রাংকলি স্পিকিং’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গত সপ্তাহে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশেষ বৈঠকে যোগ দেন তিনি। তারই এক ফাঁকে তার সাক্ষাৎকার নেন জেনসেন। এতে আনোয়ার ইব্রাহিম বলেন, গাজায় গণহত্যা বন্ধে ব্যর্থতা থেকে উগ্রপন্থা বৃদ্ধি পাবে। আমরা বলেছি, এই গণহত্যা অবশ্যই বন্ধ হতে হবে। পশ্চিমা কিছু দেশ এই গণহত্যার বিষয়টি প্রত্যাখ্যান করে ভণ্ডামির পরিচয় দিচ্ছে। হত্যা করা হচ্ছে নারী, শিশু সহ নিরীহ মানুষকে। তিনি আরও বলেন, আপনার রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, আমি মনে করি এই সময়ে মানুষের সঙ্গে যে অমানবিকতা, বর্বরতা চালানো হচ্ছে তার নিন্দা জানাই আমি।

বিজ্ঞাপন
আমি মনে করি এক্ষেত্রে আমাদের অবস্থান পরিষ্কার। এক্ষেত্রে আমাদের অবস্থান কঠোর। সাক্ষাৎকারে তিনি আরব প্রতিবেশীগুলো, তুরস্ক, ইরান এবং অন্য যেসব দেশ এ নিয়ে কাজ করছে তাদের প্রশংসা করেন। আমরা মালয়েশিয়া এবং এই অঞ্চলের বাইরের অনেক দেশও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কারণ, মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে। এই যুদ্ধ দীর্ঘায়িত হোক- এটা আমরা চাই না। কারণ, আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতায় উগ্রপন্থি এবং সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পাবে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ফিলিস্তিনের গাজায় ইচ্ছাকৃতভাবে জনগণকে অনাহারী রাখার অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে খুব শিগগিরই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটররা। গাজায় গণহত্যা চলছে- যদি আইসিসি এই রায় ঘোষণা করে, তাহলে ইসরাইলি মন্ত্রীদের গ্রেপ্তারের আহ্বানে সমর্থন দেবেন আনোয়ার ইব্রাহিম। উল্লেখ্য, স্বদেশী এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে গত ২৮শে মার্চ এক ইসরাইলিকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। তার বিচার চলছে এখন। ওই ব্যক্তিকে ৬টি অস্ত্র এবং ২০০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ তার নাম শালোম আভিতান বলে জানিয়েছে। কিন্তু তিনি ইসরাইলের গুপ্তচর কিনা তা নিয়ে সন্দেহ ঘনীভূত হয়েছে। গুপ্তচরবৃত্তি বা সংগঠিত অপরাধের সঙ্গে ওই ব্যক্তি জড়িত এমন কোনো প্রমাণ পাওয়া গেছে কিনা? এ প্রশ্নের জবাবে আনোয়ার ইব্রাহিম বলেছেন, তদন্ত চলছে। এখনো প্রমাণ করা হয়নি যে, সে একজন অপরাধী গোয়েন্দা। কিন্তু তার চলাফেরা, তার কাছে পাওয়া অস্ত্রশস্ত্র এবং দেশের ভেতরে তার নেটওয়ার্ক সবই উদ্বেগজনক। গাজার ধ্বংসস্তূপের ওপর ভিত্তি করে এ বছর কি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ফলপ্রসূ হবে বলে মনে করেন? এ প্রশ্নের জবাবে আনোয়ার ইব্রাহিম বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে বৈশ্বিক সমর্থন কোনো দেশই অস্বীকার করতে পারে না। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ১৩৯টি দেশ। 
াহলে কেন একটি বা দুটি দেশ সবার বিবেচনার উপরে উঠে যাবে এবং এই স্বীকৃতিকে অস্বীকার করবে? 
 

পাঠকের মতামত

Great.Salute to Mr Anwar Ibrahim.

Abul Hayat
৭ মে ২০২৪, মঙ্গলবার, ১:২৪ অপরাহ্ন

ফিলিস্তিন ইস্যুতে মুসলিম অধ্যুসিত প্রতিটি দেশের সরকার তথা সাধারণ জনগণ মালয়েশিয়ার সরকারের মতো গর্জে উঠতে না পারলে ভবিষ্যতে মুসলিম জনগোষ্ঠীর উপর এই ধরনের অন্যায়, অবিচার চলতেই থাকবে।

দয়াল মাসুদ
৭ মে ২০২৪, মঙ্গলবার, ১২:১৫ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status