ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

হাসপাতাল থেকে ফিরেছেন জিকো

স্পোর্টস রিপোর্টার
৬ মে ২০২৪, সোমবার

আঘাত গুরুতর নয়। তাই সারা রাত থাকতে হয়নি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে ক্লাব টেন্টে ফিরে বিশ্রাম নিচ্ছেন কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। আপাতত ভালোবোধ করলেও কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা এখনই বলতে পারছেন না তিনি। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লীগে ফিরতি পর্বে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের উত্তেজনার ম্যাচে মাথায় আঘাত পান জিকো। কিংস অ্যারেনায় ঘটনাটি ঘটে ম্যাচের ১৯তম মিনিটে। মিলাদ শেখের বাঁ পায়ের সাইড ভলি জিকো দ্বিতীয় প্রচেষ্টায় প্রতিহত করেছিলেন। এসময় আবাহনীর সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্টের বুট জিকোর কপালে আঘাত করে। মাথা ফেটে রক্ত পড়তে দেখা যায়। তার পরেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে।

বিজ্ঞাপন
ঘটনার দিন এভারকেয়ার হাসপাতালে নিয়ে জিকোর কপালে কসমেটিক সার্জারি করতে হয়েছে। সিটি স্ক্যান করে নেতিবাচক কিছু পাওয়া যায়নি। তাই রাতে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখার কথা জানানো হলেও পরে সেটার প্রয়োজন পড়েনি। ক্লাবে ফিরে জিকো বলেন, ‘আমি আগের চেয়ে ভালো আছি। সুস্থ বোধ করছি। তবে এখনই মাঠের অনুশীলনে নামতে পারবো না। মঙ্গলবার ডাক্তার আবার দেখবেন। তখনই জানা যাবে সবশেষ অবস্থা। তবে মাঠের অনুশীলনে থাকতে না পেরে একটু খারাপ লাগছে।’ বসুন্ধরা কিংসের সামনে দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী শনিবার লীগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে খেলবে তারা। ওই ম্যাচে জিতলেই টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হবে কিংস। পরে ১৪ই মে ঢাকা আবাহনীর বিপক্ষে ফেডারেশন কাপের সেমিফাইনাল ম্যাচ। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচে জিকোর খেলার সম্ভাবনা সম্পর্কে কিংসের ফিজিওথেরাপিস্ট কৌশিক বলেন, ‘মঙ্গলবারের আগপর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। মঙ্গলবার একবার ড্রেসিং হবে, এরপর চিকিৎসক পরবর্তী নির্দেশনা দেবেন।’  এই দুই ম্যাচে জিকোর বদলে গোলবার সামলাবেন মেহেদী হাসান শ্রাবণ। যিনি জাতীয় দলেও খেলেছেন।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status