ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সীতাকুণ্ডে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের চেষ্টা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
৬ মে ২০২৪, সোমবার

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম সোনাইছড়ি বত্তারপাড়া গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে হাজী মোহাম্মদ ইদ্রিছের দখলীয় জায়গা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার মরহুম আবদুল মান্নানের ছেলে মো. তৈয়ব উদ্দিন ও মো. সিরাজদ্দৌল্লার বিরুদ্ধে। এ ব্যাপারে মো. তৈয়ব উদ্দিন, মো. সিরাজদ্দৌল্লা ও মো. আলমগীরকে অভিযুক্ত করে সীতাকুণ্ড থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা গেছে, তৈয়ব গং দীর্ঘদিন ধরে মো. ইদ্রিছের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করলে মো. ইদ্রিছ বিগত ১৭ই নভেম্বর ২০১৬ সালে জেলা ম্যাজিস্ট্রেট আদালত (উত্তর) চট্টগ্রাম এ মিছ মামলা দায়ের করেন। উক্ত মামলাটি বিজ্ঞ আদালত বিগত ২রা জানুয়ারি ২০১৮ সালে বিবাদী তৈয়বের মামলার জবাবের প্রেক্ষিতে আদালত আদেশ করেন যে, ‘নালিশি সম্পত্তির ৬ দাগের ১০৩ শতক বিষয়ে বিবাদী তৈয়ব গংয়ের কোনো দাবি নেই। এ ছাড়া বিবাদী অনালিশি ৮৩ শতকে ভোগদখলে রয়েছে। এ জমিতে বাদী মো. ইদ্রিছেরও কোনো দাবি নেই। আদালত সংশ্লিষ্ট থানাকে আদেশ দেন যে, আদালত থেকে ভিন্ন আদেশ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এরমধ্যে এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে আদালত উভয়পক্ষকে স্ব স্ব স্থানে থাকার নির্দেশ দেন। এ ব্যাপারে অভিযোগকারী হাজী মোহাম্মদ  ইদ্রিছ জানান, গত পহেলা মে, বুধবার গভীর রাতে আদালতের নির্দেশ অমান্য করে তার দখলীয় ১০৩ শতক জায়গায় উপর তৈয়ব গং দলবল নিয়ে মাটি ভরাটের চেষ্টা করে। এ সময় খবর পেয়ে বাধা দিতে গেলে তৈয়ব ও তার ছেল আলমগীরসহ সন্ত্রাসীরা মোহাম্মদ ইদ্রিছ ও তাহার পরিবারকে হুমকি প্রদান করেন।

বিজ্ঞাপন
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন পিপিএম।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status