ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

৬ উইকেটে জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৫ মে ২০২৪, রবিবার, ৫:৩৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০০ পূর্বাহ্ন

mzamin

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো টাইগাররা।

পঞ্চম উইকেটে ২৯ বলে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন মাহমুদউল্লাহ ও হৃদয়। আর ২ ছক্কা ও ৩ চারে ২৫ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন হৃদয়। ১ ছক্কা ও ২ চারে ১৬ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ।

এর আগে জিম্বাবুয়ের ১৩৮ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৫.১ ওভারে ৩৪ রান তুলেছে। এরপর বৃষ্টি নামায় খেলা বন্ধ রয়েছে। লিটন ১৮ আর তানজিদ হাসান তামিম অপরাজিত ১৩ রানে। 

১৩৮ রানে থামলো জিম্বাবুয়ের ইনিংস 

৪২ রানে ৫ উইকেট হারানোর পর জনাথন ক্যাম্পবেল ও বেনেটের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৩৮ রান করেছে জিম্বাবুয়ে। বেনেট ৪৪ ও ক্যাম্পবেল করেন ৪৫ রান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। 

রাজাকে ফেরালেন রিশাদ

জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা উড়িয়ে মারতে গিয়েছিলেন রিশাদ হোসেনকে। ব্যাটে-বলে ঠিকঠাক কানেক্ট হয়নি, দৌড়ে এসে ক্যাচ ধরেন লিটন কুমার দাস। ৩৬ রানে ৩ উইকেট হারালো জিম্বাবুয়ে। 

শুরুতেই শিকার তাসকিনের 

প্রথম টি–টোয়েন্টির ম্যাচসেরা তাসকিন আহমেদকে চতুর্থ ওভারে আক্রমণে এসেই উইকেটের দেখা পেলেন।

বিজ্ঞাপন
ওভারের শেষ বলটি মারুমানি অনসাইডে খেলতে গিয়ে ব্যাটে পাননি। এলবিডব্লুর আবেদন করে বাংলাদেশ, তবে মাঠের আম্পায়ার সাড়া দেননি। এরপর রিভিউ নেন অধিনায়ক নাজমুল এবং আউট হয়ে ফিরলেন মারুমানি। 

আজও টস জিতে ফিল্ডিং করবে বাংলাদেশ 

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর এ ম্যাচেও আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১২৪ রান করে সফরকারীরা। তাড়া করতে নেমে অভিষিক্ত তানজীদ হাসান তামিমের ফিফটিতে ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজীদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মান্দান্ডে (উইকেটরক্ষক), লুক জংওয়ে, এইন্সলি এনডল্বু, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারভা।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status