ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

ভারত

'রাহুল গান্ধী বৃটিশ নাগরিক!' উঠলো মনোনয়ন বাতিলের দাবি

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ৫ মে ২০২৪, রবিবার, ১১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

mzamin

উত্তরপ্রদেশের রায়বেরেলি কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার তার জাতীয়তা এবং মানহানির জন্য তার সাম্প্রতিক দোষী সাব্যস্ত হওয়া নিয়ে প্রশ্ন উঠে গেলো। অনিরুদ্ধ প্রতাপ সিং নামের জনৈক ব্যক্তি অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। অভিযোগকারীর দাবি, রাহুল বিদেশি নাগরিক। তাই আইনত ভোটে লড়ার অধিকার নেই তার। অনিরুদ্ধ প্রতাপ সিংয়ের পক্ষে আইনজীবী অশোক পান্ডে রায়বেরেলি রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দায়ের করে জানিয়েছেন, প্রথমত রাহুল গান্ধীকে মোদি পদবি মানহানি মামলায় দুই বছরের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে... তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অযোগ্য। যদিও সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীর দোষী সাব্যস্ত হওয়ার উপর স্থগিতাদেশ দিয়েছে, তারা আফজাল আনসারির মত কোন রায় দেয়নি যে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন... যেহেতু তার দোষী সাব্যস্ত হওয়ার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি জড়িত নয়, সেটি  প্রত্যাহার করা উচিত। 

দ্বিতীয়ত, ২০০৬ সালে রাহুল গান্ধী একবার তার জাতীয়তা বৃটিশ বলে উল্লেখ করেছিলেন। একজন বৃটিশ নাগরিক হওয়ায় তিনি সাংবিধানিকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগের প্রতিক্রিয়ায়, কংগ্রেস নেতা অজয় ​​পাল সিং একটি বিবৃতি প্রকাশ করেছেন যাতে লেখা ছিল, ‘এমন একজন প্রার্থী আছেন যিনি অভিযোগ করার সময়সীমা শেষ হওয়ার পরে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করেছিলেন... অভিযোগকারী বলেছেন যে, তিনি চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করেছেন রাহুল গান্ধীর জাতীয়তা নিয়ে। রাহুল গান্ধীর মনোনয়ন আগেও বৈধ ছিল, এখনও বৈধ।’  

আমেঠি কেন্দ্র থেকে আবার লড়বেন এই গুজব উড়িয়ে দিয়ে ৩রা মে রাহুল গান্ধী রায়বেরেলি কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন।

বিজ্ঞাপন
রাহুল গান্ধীর মনোনয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমি বলেছিলাম শেহজাদা (রাহুল গান্ধী) ওয়ানাডে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন এবং ভোট শেষ হওয়ার মুহূর্তে তিনি তৃতীয় আসন খুঁজতে শুরু করবেন।’

সূত্র : wionews

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

   

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status