ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

ভারত

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, রাজভবনের সিসিটিভি ফুটেজ চাইলো লালবাজার

সেবন্তী ভট্টাচার্য্য , কলকাতা থেকে

(১ সপ্তাহ আগে) ৫ মে ২০২৪, রবিবার, ১১:১২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৩৯ অপরাহ্ন

mzamin

বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ আনেন রাজভবনেই কর্মরত এক নারী। অভিযোগ খতিয়ে দেখতে প্রাথমিক অনুসন্ধান শুরু করে দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে আট সদস্যের তদন্তকারী দল গঠন করা হয়েছে যারা রাজভবনের ওসির কাছে সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছে। 

কোন সময়ের সিসিটিভি ফুটেজ, তাও উল্লেখ করে দেয়া হয়েছে চিঠিতে। বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। 

লালবাজার সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই সম্ভাব্য কয়েকজন সাক্ষীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইতিমধ্যে তালিকা তৈরি হয়েছে। লালবাজারের তরফে বলা হয়েছে, যা যা করণীয় সব কিছু করা হবে। গতকালই লালবাজারের অফিসাররা রাজভবনে গিয়ে প্রয়োজনীয় অনুসন্ধানের কাজ করেছেন। অভিযোগকারিণীর সঙ্গেও কথা বলেছেন। 

লালবাজারের এক কর্তা জানান, ‘আমরা আমাদের লিগাল টিমের সঙ্গে কথা বলে, পরামর্শ নিয়ে যা করণীয় তা করছি।’

শনিবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়ে এই ইস্যুতে তৃণমূলকেই একহাত নিয়েছেন দিলীপ ঘোষ। বিজেপি নেতার কথায়, ‘পুরো স্ক্রিপ্ট তৈরি ছিল। ওরা একাই চেঁচাচ্ছে।

বিজ্ঞাপন
সবাই জানে এর পিছনে কে আছে। তৃণমূল নারীদের সম্মান করে না। তাদের ব্যবহার করে।' 

এ প্রসঙ্গে  বর্ধমানের রায়নার নির্বাচনী প্রচার সভা থেকে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘একটা ছোট্ট মেয়ে রাজভবনের পিবিএক্স-এ চাকরি করত! তার সঙ্গে কী ব্যবহার করেছেন? আমার কাছে একটা নয়, হাজারটা ঘটনা এসেছে। কিন্তু আমি কোনওদিন কোনও কথা বলিনি। এই মেয়েটির কান্না হৃদয় বিদারক।’

 এদিকে গোটা ঘটনা প্রসঙ্গে কী বলছেন রাজ্যপাল ? বলছেন, 'যে ষড়যন্ত্র হয়েছে আমি তা মোকাবিলা করতে প্রস্তুত। আমি লড়তে জানি। পালাতে নয়।’

পাঠকের মতামত

This Governor C V Anand Bose is a cool headed criminal..

Abul Hayat
৫ মে ২০২৪, রবিবার, ১১:২৩ পূর্বাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

   

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status