ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মানবজমিনে সংবাদ প্রকাশের পর মুরাদনগরে আর্সি নদীতে নির্মাণ করা বাঁধ অপসারণ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
৫ মে ২০২৪, রবিবার

কুমিল্লার মুরাদনগর উপজেলার ২নং আকবপুর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের মেটংঘর টু শ্রীকাইল সড়কের পুরাতন ব্রিজের পাশের আর্সি নদীতে নির্মাণ করা বাঁধ অবশেষে অপসারণ করা হয়েছে। শনিবার ‘মুরাদনগরে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায়’- এ শিরোনামে দৈনিক মানবজমিনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বিষয়টি নজরে আসে কুমিল্লা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের। এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি তবে পানি উন্নয়ন বোর্ড মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনে নির্দেশনায় কুমিল্লা পানি উন্নয়ন কোর্ড ও স্থানীয় ইউনিয়ন পরিষদ এই বাঁধ অপসারণ করেন। 
জানা যায়, আর্সি নদীতে বাঁধ নির্মাণ করে ফসলি জমিতে ভেকু মেশিন বসিয়ে ২৫ থেকে ৩০ ফুট গর্ত করে মাটি কেটে পাশের সততা ব্রিক্স ফিল্ড নামক একটি ইটভাটা নিচ্ছিল সরকারদলীয় লোকজন। এতে করে হুমকিতে পড়ে ওই ইউনিয়নসহ আশপাশের বেশক’টি ইউনিয়নের অধিকাংশ ফসলি জমি। এই নিয়ে দৈনিক মানবজমিনে সংবাদ প্রকাশ হওয়ার পর টনক নড়ে মুরাদনগর উপজেলা প্রশাসনের। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের নির্দেশনায় কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় ইউনিয়ন পরিষদ এই বাঁধ অপসারণ করে। এদিকে সংবাদ প্রকাশের পর নদীর বাঁধ অপসারণ হওয়ায় কৃষকদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, আর্সি নদীর বাঁধ অপসারণের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ার কাউকে শাস্তির আওতায় আনতে পারিনি।

বিজ্ঞাপন
ভূমিখেকোদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড শিগগিরই মামলা করা প্রস্তুতি নিচ্ছে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status