ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

অন্য নারীর সঙ্গে সম্পর্কের বিষয়ে স্ত্রীকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন ট্রাম্প

মানবজমিন ডেস্ক
৫ মে ২০২৪, রবিবার
mzamin

সাবেক পর্নো তারকা স্টর্মি ডানিয়েলের মুখ বন্ধ করতে দেয়া অর্থ বিষয়ক মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক সহযোগী হোপ হিকস আদালতে সাক্ষ্য দেয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন। ২০১৬ সালে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় তিনি ছিলেন ট্রাম্পের মুখপাত্র এবং ঘনিষ্ঠ আস্থাভাজন। ব্যবসা এবং স্টর্মি ডানিয়েল সংক্রান্ত ৩৪টি অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, কোনো অন্যায় করেননি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ট্রাম্পের নির্বাচনী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেন হোপ হিকস। একই সঙ্গে হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক ছিলেন। তিনি শুক্রবার নিউ ইয়র্কে আদালতে উপস্থিত হন সাক্ষ্য দিতে। আদালতে দাঁড়িয়ে তিনি বলেন, আমি খুব নার্ভাস বোধ করছি। হোয়াইট হাউস এমন কোনো পরিবেশ সৃষ্টি করেছে কিনা, যার জন্য তিনি আদালতে এসেছেন- এমন প্রশ্ন করেন ট্রাম্পের একজন আইনজীবী।

বিজ্ঞাপন
এরপরই কেঁদে ফেলেন হোপ হিকস। ফলে সংক্ষিপ্ত বিরতি নিয়ে তিনি আবার কাঠগড়ায় দাঁড়ান। হোপ হিকস সাক্ষ্যে ট্রাম্পের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা বর্ণনা করেন। জানান ২০০৫ সালে যখন ‘এক্সেস হলিউডের’ টেপ ফাঁস হয় তা জানতে পারেন তিনি। ওই টেপে নারীদের নিয়ে অশালীন মন্তব্য করেন ট্রাম্প। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এই টেপ ফাঁস হয়। এই টেপ ফাঁস হওয়া ও পারিপার্শ্বিক অবস্থা নিয়ে প্রশ্নের উত্তর দেন হোপ হিকস। তিনি বলেন, টেপের খবর জানতে পেরে কিছুটা হতবাক হয়ে গিয়েছিলেন। কারণ, এটা বড় একটি কাহিনী হতে যাচ্ছে বলে তিনি মনে করেছিলেন। ওই টেপ ওয়াশিংটন পোস্টের হাতে যায়। এর রিপোর্টার ডেভিড ফারেনথোল্ড এ বিষয়ে ট্রাম্পের প্রচারণা শিবিরের মন্তব্য চেয়ে ই-মেইল করেন। হোপ হিকস বলেন, ওই ই-মেইলই ছিল টেপ সম্পর্কে তার প্রথম সতর্কতা। এ সময় তিনি আদালত কক্ষে ওই ই- মেইল প্রদর্শন করেন। এই ই-মেইল তিনি পরে জেসন মিলার, কেলিয়ানি কনওয়ে, স্টিভ ব্যাননসহ প্রচারণা শিবিরের শীর্ষ নেতাদের ফরোয়ার্ড করেন। তারপর প্রচারণা শিবিরের সহযোগীরা একটি মিটিং করেন। এ সময়েই তারা ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ওই ই-মেইল শেয়ার করেন। হোপ হিকস বলেন, এ ঘটনায় সবাই হতবাক হয়ে গিয়েছিল। তিনি আরও বলেন, আমি খুব সচেতন ছিলাম। আমরা প্রচারণা শিবিরকে নিয়ে যে লক্ষ্যে যেতে চাই তাকে জটিল করে তুলেছিল এটা। এটা আমাদেরকে পথ থেকে যেন  পেছনে টেনে ধরছিল। এই পরিস্থিতিকে কাটিয়ে ওঠা ছিল কঠিন। 
টেপের বিষয়ে ট্রাম্প কি প্রতিক্রিয়া দিয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে হোপ হিকস বলেন, ট্রাম্প মনে করেছিলেন ওই রেকর্ডিং দু’জনের মধ্যকার কথোপকথনের প্রকৃত চেহারা ছিল। পরে তার কাছে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট সম্পর্কে ট্রাম্পের প্রতিক্রিয়া কি ছিল তা জানতে চাওয়া হয়। ওয়াল স্ট্রিট জার্নাল ট্রাম্পের বহু নারীর সঙ্গে সম্পর্ক নিয়ে রিপোর্ট প্রকাশ করে। এর মধ্যে আছেন প্লেবয় মডেল কারেন ম্যাকডোগাল এবং পর্নো তারকা স্টর্মি ডানিয়েল। হোপ হিকস বলেন, এ খবর নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ট্রাম্প। তিনি উদ্বিগ্ন ছিলেন তার স্ত্রী এটাকে কেমনভাবে দেখবেন। এ জন্য হোপ হিকসকে অনুরোধ করেন, যাতে তার বাসভবনে ওইদিনের খবরের কাগজ না দেয়া হয়। তিনি আরও জানান, ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন এবং ন্যাশনাল ইনকুইরার ম্যাগাজিনের সাবেক প্রকাশক ডেভিড পিকার মিটিং করে সিদ্ধান্ত নেন যে, ট্রাম্পের বিষয়ে নেতিবাচক রিপোর্টগুলো তিনি এড়িয়ে যাবেন, বিশেষ করে ট্রাম্পের প্রেমের সম্পর্কগুলো। এতে তার নির্বাচনী প্রচারণা গতি পাবে। প্লেবয় মডেল কারেন ম্যাকডোনাল্ডের কাছ থেকে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক বিষয়ক কাহিনী কিনে নিতে অর্থ দিয়েছিলেন। এ সময় ডেডিভ পিকার এবং ট্রাম্পের মধ্যে একদিনের ফোনকলের কথা উল্লেখ করেন মিস হিকস। তিনি বলেন, ট্রাম্পের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ড. বেন কার্সনকে নিয়ে একটি রিপোর্টের জন্য ডেভিড পিকারকে অভিনন্দন জানিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্প বলেছিলেন, এটা পুলিৎজার মূল্যায়নের। 
উল্লেখ্য, এ সপ্তাহের শুরুতে আদালত তার গ্যাগ অর্ডার লঙ্ঘন করার কারণে নবম বারের মতো নির্দেশ দিয়েছে ট্রাম্পকে। তাকে প্রতিবার এই নির্দেশ লঙ্ঘনের জন্য এক হাজার করে মোট ৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এই জরিমানা জমা দিয়েছেন বৃহস্পতিবার। শুক্রবার ছিল তা জমা দেয়ার শেষ দিন। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status