ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

বোর্নমাউথকে হারিয়ে নিজেদের কাজ করে রাখলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৪ মে ২০২৪, শনিবার, ৭:৫৮ অপরাহ্ন

mzamin

আক্রমণের ঝড় তুলল আর্সেনাল, তাতে গোলও এলো দুইবার। প্রতিপক্ষ বোর্নমাউথ গানারদের আক্রমণের বিপরীতে কোনো জবাবই দিতে পারলো না। সহজ জয়ে হারিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের কাজটা সেরে রাখল মিকেল আর্তেতার দল।
আজ ঘরের মাঠে প্রিমিয়ার লীগের ম্যাচে বোর্নমাউথকে ৩-০ গোলে হারায় আর্সেনাল। বুকায়ো সাকা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। আর তৃতীয় গোলটি আসে ডেকলান রাইসের পা থেকে।
এই নিয়ে লীগে টানা চার ম্যাচ জিতল আর্সেনাল। এর মধ্যে তিনটিতেই জাল অক্ষত ছিল তাদের। ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। 
এদিন ম্যাচের প্রথম দশ মিনিটের মধ্যে বোর্নমাউথের গোলপোস্টে পাঁচটি শট নেয় আর্সেনাল তবে সবগুলো রক্ষণে প্রতিহত হয়। ১৪তম মিনিটে কাই হাভার্টজের নেওয়া শট রুখে দেন বোর্নমাউথ গোলরক্ষক। প্রথম ৩৫ মিনিটে গোলের জন্য ১৪টি শট নিয়েও জাল খুঁজে পাননি গানার ফুটবলাররা।

বিজ্ঞাপন
এরপর আবার ৩৮তম মিনিটে পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় পেয়ে জোরাল শট নেন রাইস; কিন্তু বল পোস্টের বাইরে দিয়ে যায়।

অবশেষে ৪৪তম মিনিটে খোলে ডেডলক। বক্সে কাই হাভার্টজকে গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে লক্ষ্যভেদ করেন বুকায়ো সাকা। চলতি লীগে এই ইংলিশ ফরোয়ার্ডের এটি ১৬ নম্বর গোল।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বোর্নমাউথ। তবে কয়েকটি পাল্টা আক্রমণ করলেও উল্লেখযোগ্য কিছু করতে পারেনি তারা। উল্টো ৭০তম মিনিটে বক্সে রাইসের ছোট পাস পেয়ে প্রথম ছোঁয়ায় নিখুঁত প্লেসিং শটে ব্যবধান দ্বিগুন করেন আর্সেনালের বেলজিয়ান ফরোয়ার্ড ট্রোসার্ড।
এরপর অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রাইস। গাব্রিয়েল জেসুস দুজনের চ্যালেঞ্জ সামলে বক্সে পাস বাড়ান, ছুটে গিয়ে বল ধরে সামনে জালে পাঠান রাইস।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status