ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

যা আছে শান্তর বিশ্বকাপ ভাবনায়

স্পোর্টস রিপোর্টার
৩ মে ২০২৪, শুক্রবার
mzamin

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। এরই মধ্যে দল ঘোষণাও শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলি। বাংলাদেশ ঘোষণা না করলেও নিয়ম মেনে আইসিসিতে পাঠিয়ে দিয়েছে বিশ্বকাপ স্কোয়াড। কারা কারা থাকছেন সেই তালিকায় এ নিয়ে আগ্রহের শেষ নেই দেশের ক্রিকেটপ্রেমীদের। জিম্বাবুয়ের বিপক্ষে আজ চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সবার চোখ থাকবে এই ম্যাচের একাদশের দিকেও। কারণ  আজ যারা মাঠে নামবেন বলার অপেক্ষা রাখে না, সেখানেই খুঁজে পাওয়া যাবে টাইগারদের বিশ্বকাপ একাদশের ছায়া! হ্যাঁ, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানরা দলে ফিরলে তাদের জায়গা ছেড়ে দিতে হবে অন্যদের।  যে ১৫ জনের তালিকা আইসিসিকে পাঠানো হয়েছে সেখানে আছেন এই দু’জন। আর সৌম্য সরকার ফিট হলেও তিনিও থাকবেন স্কোয়াডে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে অনুমান করা যাবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ মিশনে কারা থাকছেন! অন্যদিকে দেশের মাটিতে হলেও এই সিরিজেই শুরু হচ্ছে বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ দলের মাঠের প্রস্তুতি। যে কারণে ম্যাচের আগে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বড় একটি অংশ জুড়েই জানালেন তার নেতৃত্বে প্রথম বিশ্বকাপ নিয়ে ভাবনার কথা।

বিজ্ঞাপন
জানিয়েছেন অধিনায়ক হিসেবে সিরিজটা জিতেই তারা নিতে চান বিশ্বকাপের সেরা প্রস্তুতি। তার সেই কথোপকথনের মূল অংশ তুলে ধরা হলো- বিশ্বকাপের আগে সিরিজ নিয়ে লক্ষ্য
প্রথমত অধিনায়ক হিসেবে এই সিরিজটা জিততে চাই। এটাই প্রথম লক্ষ্য। আর প্রস্তুতি তো অবশ্যই, ওটা আমাদের মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে দেখব কিংবা অনেক পরীক্ষা-নিরীক্ষা করবো, তাও না। পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে না এ কারণে যে ১৫ টা প্লেয়ার এখানে আছে সবাই ক্যাপেবল এই দলকে হারানোর জন্য। প্রস্তুতি বলব না। আমি বলব সুন্দর প্রস্তুতি এবং কোন কোন জায়গায় ভালো প্রস্তুতি নিয়ে যেন আমরা বিশ্বকাপে যেতে পারি।   

যেখানে থাকবে মনোযোগ শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা খেলেছি, আর এই সিরিজে যে দলটা আছে। বিশ্বকাপে বেশিরভাগ খেলোয়াড় এখান থেকে যাবে। যদি সবাই সুস্থ থাকে। হ্যাঁ, দুই-একজন এদিক ওদিক হতে পারে। তবে বেশিরভাগই এখান থেকে যাবে। নির্দিষ্ট করে তিন-চারটা পয়েন্টে মনোযোগ থাকবে এভাবে বলা মুশকিল। আমি চাইব প্রত্যেকটা জায়গায় যেন ফোকাস থাকে। প্রত্যেকটা জায়গায় যেন আমরা ভালোভাবে প্রস্তুত হয়ে বিশ্বকাপে যেতে পারি।

বিশ্বকাপের প্রস্তুতিতে ফিল্ডিং ভাবনা ফিল্ডিংয়ে মিসটেক কখন হয়েছে আমার ঠিক মনে নেই। ভিন্ন ফরম্যাট। এখানে অনেক নতুন ক্রিকেটার। হ্যাঁ ফিল্ডিংটা অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দলেরই আসল লক্ষ্য থাকে ফিল্ডিংটা কীভাবে আরো ভালো করবো। আমাদের ফিল্ডাররা মাঠে ইনটেন্ট শো করার চেষ্টা করে এবং কারো উন্নতির দরকার হলে সেটা নিয়ে তারা কাজ করছে। এখন পর্যন্ত ফিল্ডিংয়ের দিক থেকে আমাদের এই দলটা ভালো অবস্থায় আছে।
কতটা কার্যকর হবে স্পিনাররা আমার মনে হয় যথেষ্ট স্পিনার আছে। আমরা যদি বাংলাদেশ ক্রিকেট চিন্তা করি আমাদের অনেক স্পিনার আছে। সবাই কোয়ালিটি স্পিনার। যদি বিশ্ব ক্রিকেটের চিন্তা করি আমাদের স্পিনারদের খুব হাইলি রেট করা হয়। আমাদের তাই ওই অপশনটা আছে। যখন দলটা পাবলিশড করা হবে তখন সবাই দেখতে পাবেন যে আমরা কতজন স্পিনার নিয়ে যাচ্ছি। তবে আমার মনে হয় স্পিন এবং পেস দুই জায়গায়ই আমাদের যথেষ্ট অপশন আছে।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status