ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

রংপুরে কাউন্সিলরের বিরুদ্ধে লাঞ্ছিত করার অভিযোগ

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৩ মে ২০২৪, শুক্রবার

জমি সমস্যার সুষ্ঠু সমাধানের কথা বলে টাকা নিয়ে রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলরের বিরুদ্ধে সমস্যা সমাধান না করে উল্টো লাঞ্ছিত করার অভিযোগ তুলেছে আফজাল হোসেন নামে এক ভুক্তভোগী। এ ঘটনার প্রতিবাদে মেট্রোপলিটন কোতয়ালি থানায় অভিযোগসহ রংপুর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে ভূক্তভোগী ও এলাকাবাসী। এ সময় আফজাল হোসেন বলেন, তার ক্রয়কৃত ২৭ শতক জমি থাকলেও বর্তমানে ২৪ শতক রয়েছে। ওই জমির পূর্ব পার্শ্বে পুলিশ সদস্য ও উত্তর-পশ্চিমে তার ভাইয়ের জমি থাকায় ভাই-ভাতিজারা কৌশলে বাউন্ডারি ওয়াল দিয়ে জমির চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এতে আফজাল তার জমিতে যেতে না পেরে ফসল আবাদ করতে পারছে না। এ ব্যাপারে রংপুর সিটি করপোরেশনের মেয়র বরাবরে আবেদন জানালে রসিক মেয়র বিষয়টি তদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন। ম্যাজিস্ট্রেট সরজমিন তদন্ত করে মাপজোঁক করার জন্য ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটুসহ সার্ভেয়ারকে চিঠি দেন। টিটু জমির সমস্যা সমাধান করে দেয়ার কথা বলে নির্মাণাধীন প্রাচীর ভাঙাসহ বিভিন্ন খরচ বাবদ আফজালের কাছে ২ লাখ টাকা দাবি করেন। এতে আফজাল এক লাখ টাকা দিয়ে তার সঙ্গে রফাদফা করেন। মাপজোঁক করতে গিয়ে পরবর্তীতে কাউন্সিলর রহস্যজনকভাবে প্রভাবিত হয়ে কালবিলম্ব শুরু করেন এবং আরও ৫০ হাজার টাকা দাবি করেন।

বিজ্ঞাপন
এ সময় আফজাল কাউন্সিলরকে বলেন, আপনি সমস্যা সমাধান করে দিলেই আমি বাকি টাকা দিয়ে দেবো। এতে কাউন্সিলর রাজি না হওয়ায় আফজাল তার নিকট পূর্বের দেয়া এক লাখ টাকা ফেরত চাইতে যায় কাউন্সিলর অফিসে। এ সময় কাউন্সিলর ক্ষিপ্ত হয়ে তার পাঞ্জাবি ছিঁড়ে দিয়ে লাঞ্ছিত করে এবং ভয়ভীতি দেখিয়ে অফিস থেকে বের করে দেয়। এ ব্যাপারে কোতয়ালি থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও ন্যায়বিচার না পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন আফজাল। তিনি আর্তনাদ করে বলেন, আমি কী এর বিচার পাবো না। এ ব্যাপারে রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটুর সঙ্গে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি একজন জনপ্রতিনিধি। আমি এ ধরনের ন্যক্কারজনক কাজ করতে পারি না।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status