ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

ফাইনালের পথে এগিয়ে ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক
৩ মে ২০২৪, শুক্রবার
mzamin

উয়েফা চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ১-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান জায়ান্টরা খেলার শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে এগিয়ে যায়, এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ফরাসিরা। নিকলাস ফুলক্রুগের গোলে ৩৬তম মিনিটে এগিয়ে যাওয়া ডর্টমুন্ড একের পর এক আক্রমণ করে গোল সংখ্যা বাড়াতে চেয়েছে, কিন্তু সফল হয়নি। খেলার ৩৬তম মিনিটে জার্মান তারকা নিকলাস ডান পায়ে বল রিসিভ করে অবিশ্বাস্য দ্রুততায় বাম পায়ের জোরালো শটে জালে বল ঢুকিয়ে দেন। ম্যাচ যত এগিয়েছে তত চাপ বেড়েছে ফরাসিদের উপর। এমবাপ্পের বারবার চেষ্টা সত্ত্বেও ম্যাচের শেষ মিনিট  পর্যন্ত কোনো গোল বের করে আনতে পারেনি পিএসজি। খেলার ৫১ মিনিটে এমবাপ্পের শট জালের ঠিক পাশ ঘেঁষে চলে যায়। শেষ বাঁশি বাজার ১০ মিনিট আগে সাবেক ডর্টমুন্ড তারকা ওসমান ডেম্বেলে পিএসজিকে সমতায় ফেরানোর সুযোগ হাতছাড়া করেন। নিকলাসের জন্য আরো একটি গোলের সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু স্কোর এগিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করেন এই জার্মান। চ্যাম্পিয়ন্স লীগের এই সিজনে তৃতীয়বারের মতো পিএসজি-ডর্টমুন্ডের সাক্ষাতে লীগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে একদম ঠান্ডা মাথায় খেলেছে ডর্টমুন্ড।

বিজ্ঞাপন
আগের ২ ম্যাচে ডর্টমুন্ড কোনো জয় তুলে নিতে পারেনি, তাই শুরু থেকেই তারা ছিলো সতর্ক। সারাক্ষণ আক্রমণের মধ্যে রেখে জয় তুলে নেওয়া পর্যন্ত রক্ষণভাগ আগলে রেখেছে তারা। অবশ্য রক্ষণভাগে ফরাসিরাও বেশ সতর্ক ছিল যেন গোল ব্যবধান না বাড়ে। জিয়ানলুইজি ডোনারুম্মার হাত ফসকে একটি বল জালে জড়ালেও পরের পুরোটা সময় অতন্দ্র প্রহরীর মতো ব্যস্ত থেকেছেন। নয়তো গোলের সংখ্যা হতে পারতো একাধিক। একের পর এক আক্রমণে প্রথমার্ধেই ম্যাচে চালকের আসনে বসিয়ে দেয় ডর্টমুন্ডকে। কিন্তু বারবার সুযোগ তৈরি হলেও বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করে ডর্টমুন্ড। পিএসজি কোচ লুইস এনরিকে দ্বিতীয় লেগে জয়ের আশা নিয়ে মাঠ ছেড়েছেন। এনরিকে বলেন, ‘আমরা নিজেদের মাঠে আমাদের সমর্থকদের অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করবো,  ৮ তারিখের ম্যাচে আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে রাখবে। আমরা কথা দিচ্ছি ফাইনালে যাওয়ার জন্যই লড়বো আমরা।’ বরুশিয়া নিজেদের মাঠে ১-০ গোলের জয় তুলে নিলেও ফিরতি লেগে তাদের লড়তে হবে ফরাসিদের মাঠে। সেই ম্যাচের জন্য নিজের শিষ্যদের সতর্ক থাকতে বললেন ডর্টমুন্ড কোচ এডিন তেরজিক, তিনি বলেন, ‘তারা নিজেদের মাঠে ভয়ংকর হয়ে উঠতে পারে। আমরা খুব অল্প ব্যবধানে জয় পেয়েছি। আমাদের পরের ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে।’ দীর্ঘ ১১ বছর পর ডর্টমুন্ড চ্যাম্পিয়নস লীগের ফাইনালে যাওয়ার সুযোগ কাজে লাগাতে পারবে কী? নাকি নিজেদের মাঠে ডর্টমুন্ডকে হারিয়ে ৩ বছর পর আবারো ফাইনালে উঠবে এমবাপ্পের দল, তার ফায়সালা হবে  ৮ মে পার্ক দে প্রিন্সেসে।

 

 

 

 

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status