ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিনোদন

সিনেপ্লেক্স থেকে নামলো ঈদের ছবি

স্টাফ রিপোর্টার
৩ মে ২০২৪, শুক্রবার
mzamin

গেল ঈদে মুক্তি পেয়েছিল ১১টি সিনেমা। এগুলোর মধ্যে স্টার সিনেপ্লেক্স চালায় ৮টি ছবি। তৃতীয় সপ্তাহ পর্যন্ত ‘রাজকুমার’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’  চলেছে এখানে। এরমধ্যে তৃতীয় সপ্তাহ পর্যন্ত ‘রাজকুমার’ ও ‘কাজলরেখা’ সবচেয়ে বেশি দর্শক টেনেছে সিনেপ্লেক্সের তথ্য অনুসারে। কিন্তু চতুর্থ সপ্তাহে এসে আচমকা সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানান, ঈদের কোনো ছবি শুক্রবার থেকে আর চলবে না! যা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে গতকাল সিনেপ্লেক্স সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে ‘রাজকুমার’ কেবল বসুন্ধরা সিটি ও সীমান্ত সম্ভারে চলবে, তাও মাত্র দুটি শো। আর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে চলবে কেবল ‘ওমর’। এদিকে ঈদের সিনেমাগুলো নামার পর সিনেপ্লেক্স দখল করছে বিদেশি সিনেমা। তার সঙ্গে চলবে আজ মুক্তি পাওয়া দেশের সিনেমা ‘শ্যামা কাব্য’ ও ‘ডেডবডি’। তবে স্টার সিনেপ্লেক্সের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন রাজকুমার, দেয়ালের দেশ ও কাজলরেখার তিন নির্মাতা।

বিজ্ঞাপন
‘রাজকুমার’ নির্মাতা হিমেল আশরাফ বলেন, গত সপ্তাহে টিকিট বিক্রিতে ১ নম্বরে ছিল যেই সিনেমা (রাজকুমার), সেই সিনেমার কোনো শো পরের সপ্তাহে নেই! ঈদের সব বাংলা সিনেমা উধাও হয়ে গেল! প্রতিদিন ৫০টার ওপরে শো স্টার সিনেপ্লেক্সের। এরমধ্যে ১টা শো পাওয়ার যোগ্যতা নেই ঈদের কোনো সিনেমার? এদিকে ‘কাজলরেখা’ নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, বসুন্ধরায় আজকের ৪টা ৩০ এর শো হাউজফুল। তারপরও আগামী শুক্রবার থেকে বিদেশি ছবির জন্য ‘কাজলরেখা’র কোনো শো নাই। কেন? ঈদের অন্য সিনেমাগুলোও নামিয়ে দেয়া হচ্ছে। অন্তত ৪০% শো বরাদ্দ দেশি সিনেমার জন্য রাখার অনুরোধ করছি। ‌‘দেয়ালের দেশ’ নির্মাতা মিশুক মনি বলেন, এই মুল্লুকে বাংলা সিনেমার কখনো জয় হয়নি আর আপনারা কথা বলতে না শিখলে কখনো জয় হবেও না। বাংলা সিনেমার কফিনের লাস্ট পেরেক মারতে বাকি। এদিকে বিষয়টি নিয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, দেশের প্রতিটি সিনেমার প্রতি আমাদের আন্তরিকতা ও সততা রয়েছে। এটা অতীতেও দেখেছে সবাই। আসলে সিনেমা চললে তো আর কেউ সেটা নামায় না। কারণ শো চললে তো আমাদেরই লাভ। নতুন দুটি বাংলা সিনেমা আমরা চালাচ্ছি। আর বাকিগুলো বিদেশি। তবে যদি আমরা মনে করি ঈদের ছবি আবার চালানো উচিত, শো কমানো-বাড়ানো উচিত সেটা আমরা হয়তো করতেও পারি।

 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status